UPI ATM: UPI করলেই ATM থেকে তুলতে পারবেন নগদ, কীভাবে, কোন পদ্ধতিতে, দেখুন
এবার দেশ জুড়ে বসতে চলেছে UPI ATM। আর ডেবিট কার্ড লাগবে না, কার্ড ছাড়াই এটিএম থেকে তুলতে পারবেন নগদ টাকা। সঙ্গে একটা মোবাইল ফোন থাকলেই খুব সহজে টাকা তোলা যাবে। ছবি- গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক্ষেত্রে গ্রাহক প্রথমে এটিএমে গিয়ে UPI Cash Withdrawl অপশনটি সিলেক্ট করবেন। তারপর কিছু সহজ ধাপ অবলম্বন করলেই টাকা তোলা যাবে। ছবি- গেটি
অপশন সিলেকশনের পর যে পরিমাণ টাকা তুলতে চান, সেই অ্যামাউন্ট লিখতে হবে। টাকার অঙ্ক বসানোর পর ATM স্ক্রিনে ভেসে উঠবে QR Code। ছবি- গেটি
গ্রাহক যিনি টাকা তুলতে চাইছেন, নিজের মোবাইল ফোনের UPI app-এ গিয়ে সেই কোড স্ক্যান করবেন। ছবি- গেটি
স্ক্যান করা সম্পূর্ণ হলে গ্রাহককে ঐ অ্যাপের মধ্যেই নির্দিষ্ট পিন নম্বর বসাতে হবে। আর এই পিন দিলেই ATM থেকে বেরিয়ে আসবে টাকা। ছবি- গেটি
এই পদ্ধতির সবথেকে বড় সুবিধে হল গ্রাহককে সবসময় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিজের কাছে বহন করতে হবে না। ছবি- গেটি
তবে কিছু শর্তাবলী এক্ষেত্রে প্রযোজ্য। প্রাথমিকভাবে UPI-এর সাহায্যে ATM থেকে আপনি একবারে ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। ছবি- গেটি
UPI লেনদেনের মতই ATM থেকে টাকা তোলার ক্ষেত্রেও সর্বাধিক ১ লক্ষ টাকার লেনদেনের সীমা প্রযোজ্য রয়েছে। ছবি- গেটি
সেপ্টেম্বর মাসেই ভারতে চালু হয়েছিল দেশের প্রথম UPI ATM। সেখানে কার্ড-লেস লেনদেন চলে অর্থাৎ মোবাইল নম্বর এবং ওটিপির উপর ভরসা করতে হয়।
এই UPI-ATM গুলিতে QR কোড স্ক্যান করেই টাকা মিলবে। তবে তার জন্য গ্রাহকদের ফোনে UPI অ্যাপ থাকতে হবে। তাহলেই এই লেনদেন করা সম্ভব। ছবি- গেটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -