Home Loan: সিবিল স্কোর কম থাকলেও হোম লোন পাবেন সহজেই, কীভাবে ?
যে কোনও ঋণ পাওয়া নির্ভর করে আপনার সিবিল স্কোরের উপর। স্কোর ভাল থাকলে সহজে ঋণ মেলে এবং ঋণে সুদের হারও অনেক কম থাকে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন বাড়ি করতে গেলে অনেকেই ঋণ নেন। আর ঋণ মঞ্জুরের আগে যে কোনও ব্যাঙ্কই আপনার সিবিল স্কোর যাচাই করে নেয়। সিবিল স্কোর কম থাকলে সাধারণত সমস্যা দেখা দেয়। ছবি- ফ্রিপিক
হোম লোনের প্রাপ্যতা এবং ঋণে সুদের হার কত হবে তা আপনার সিবিল স্কোরের উপরেই নির্ভর করে। ভাল সিবিল স্কোর বজায় রাখলে কম সুদে ঋণ মেলে। ছবি- ফ্রিপিক
তবে এই কাজ করলে কম সিবিল স্কোরেও সহজে হোম লোন পাওয়া যায়। এজন্য আপনাকে প্রাথমিকভাবে একজন লোন গ্যারান্টার থাকা দরকার। ছবি- ফ্রিপিক
সেই লোন গ্যারান্টারের সিবিল স্কোর অবশ্যই ভাল হতে হবে। তাছাড়া সাধারণের থেকে বেশি সুদেও আপনি হোম লোন পেতে পারেন। ছবি- ফ্রিপিক
কম সিবিল স্কোর আসলে ঝুঁকিপূর্ণ ঋণের নির্দেশ দেয়। আর এই ঝুঁকি সামাল দিতে ব্যাঙ্কগুলি সুদের হার বাড়িয়ে দেয়। ছবি- ফ্রিপিক
আবার যে সমস্ত গ্রাহকের সিবিল স্কোর ভাল না, তাঁদের থেকে অনেক বেশি পরিমাণ ডাউন পেমেন্ট ধার্য করা হয়। ছবি- ফ্রিপিক
সাধারণত বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ভাল সিবিল স্কোর আছে এমন গ্রাহককেই ঋণ দিতে পছন্দ করে। কিছু কিছু NBFC আছে যারা কম সিবিল স্কোর থাকলেও ঋণ দেয়। ছবি- ফ্রিপিক
ঋণ সময়মত পরিশোধ করা, ঋণের মাত্রার সম্পূর্ণ ব্যবহার না করারে মাধ্যমে আপনি কিছু সময়ের মধ্যেই সিবিল স্কোর ভাল করতে পারেন। ছবি- ফ্রিপিক
আগে কোনও ঋণ না নিলেও আবার সিবিল স্কোর তৈরি হবে না। ফলে ঋণ নিতে হলে সাশ্রয় করতে হলে সিবিল স্কোর ভাল রাখা দরকার। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -