Home Loan: সিবিল স্কোর কম থাকলেও হোম লোন পাবেন সহজেই, কীভাবে ?

CIBIL Score: যে কোনও ঋণ পাওয়া নির্ভর করে আপনার সিবিল স্কোরের উপর। স্কোর ভাল থাকলে সহজে ঋণ মেলে এবং ঋণে সুদের হারও অনেক কম থাকে।

প্রতীকী ছবি। সৌজন্য- ফ্রিপিক

1/10
যে কোনও ঋণ পাওয়া নির্ভর করে আপনার সিবিল স্কোরের উপর। স্কোর ভাল থাকলে সহজে ঋণ মেলে এবং ঋণে সুদের হারও অনেক কম থাকে। ছবি- ফ্রিপিক
2/10
এখন বাড়ি করতে গেলে অনেকেই ঋণ নেন। আর ঋণ মঞ্জুরের আগে যে কোনও ব্যাঙ্কই আপনার সিবিল স্কোর যাচাই করে নেয়। সিবিল স্কোর কম থাকলে সাধারণত সমস্যা দেখা দেয়। ছবি- ফ্রিপিক
3/10
হোম লোনের প্রাপ্যতা এবং ঋণে সুদের হার কত হবে তা আপনার সিবিল স্কোরের উপরেই নির্ভর করে। ভাল সিবিল স্কোর বজায় রাখলে কম সুদে ঋণ মেলে। ছবি- ফ্রিপিক
4/10
তবে এই কাজ করলে কম সিবিল স্কোরেও সহজে হোম লোন পাওয়া যায়। এজন্য আপনাকে প্রাথমিকভাবে একজন লোন গ্যারান্টার থাকা দরকার। ছবি- ফ্রিপিক
5/10
সেই লোন গ্যারান্টারের সিবিল স্কোর অবশ্যই ভাল হতে হবে। তাছাড়া সাধারণের থেকে বেশি সুদেও আপনি হোম লোন পেতে পারেন। ছবি- ফ্রিপিক
6/10
কম সিবিল স্কোর আসলে ঝুঁকিপূর্ণ ঋণের নির্দেশ দেয়। আর এই ঝুঁকি সামাল দিতে ব্যাঙ্কগুলি সুদের হার বাড়িয়ে দেয়। ছবি- ফ্রিপিক
7/10
আবার যে সমস্ত গ্রাহকের সিবিল স্কোর ভাল না, তাঁদের থেকে অনেক বেশি পরিমাণ ডাউন পেমেন্ট ধার্য করা হয়। ছবি- ফ্রিপিক
8/10
সাধারণত বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ভাল সিবিল স্কোর আছে এমন গ্রাহককেই ঋণ দিতে পছন্দ করে। কিছু কিছু NBFC আছে যারা কম সিবিল স্কোর থাকলেও ঋণ দেয়। ছবি- ফ্রিপিক
9/10
ঋণ সময়মত পরিশোধ করা, ঋণের মাত্রার সম্পূর্ণ ব্যবহার না করারে মাধ্যমে আপনি কিছু সময়ের মধ্যেই সিবিল স্কোর ভাল করতে পারেন। ছবি- ফ্রিপিক
10/10
আগে কোনও ঋণ না নিলেও আবার সিবিল স্কোর তৈরি হবে না। ফলে ঋণ নিতে হলে সাশ্রয় করতে হলে সিবিল স্কোর ভাল রাখা দরকার। ছবি- ফ্রিপিক
Sponsored Links by Taboola