ABP Ananda - Bengali News ABP Ananda - Bengali News ABP Ananda - Bengali News
ABP  WhatsApp
✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Follow us :

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • Sanchar Saathi: আপনার নামে ভুয়ো নম্বর? এক ক্লিকেই বিপদ এড়াবেন কীভাবে?

Sanchar Saathi: আপনার নামে ভুয়ো নম্বর? এক ক্লিকেই বিপদ এড়াবেন কীভাবে?

ABP Ananda Updated at: 19 Jul 2023 08:14 AM (IST)
Sanchar Saathi: আপনার নামে ভুয়ো নম্বর? এক ক্লিকেই বিপদ এড়াবেন কীভাবে?
1

নিত্যদিনের সবরকম কাজের জন্য এখন প্রায় ২৪ ঘণ্টাই সঙ্গী মোবাইল ফোন। কয়েক মুহূর্তের জন্য ফোন হাতছাড়া হলে সমস্যায় পড়ি আমরা। শুধু কাজের সুবিধাই নয়, তথ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মোবাইল সুরক্ষিত রাখা। কারণ অনলাইন ট্রেডিং,অনলাইন শপিং এবং ব্যাঙ্কিংয়ের দৌলতে যাবতীয় লেনদেনের ঠিকুজিকুষ্ঠি থাকে এই মোবাইলেই, সেই কারণেই প্রতারকদের নজরও থাকে আমাদের মোবাইলের উপরেই।

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Sanchar Saathi: আপনার নামে ভুয়ো নম্বর? এক ক্লিকেই বিপদ এড়াবেন কীভাবে?
2

গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রতিনিয়ত নানা গবেষণা করছে কেন্দ্রের DoT বা Department of Telecommunication. মোবাইল ব্য়বহারকারী তথ্য সুরক্ষিত রাখতে এবং নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ করেছে তারা। অনেকসময়েই চুরি করা আধারের তথ্য ব্যবহার করে মোবাইল কানেকশন নেয় প্রতারকরা। তা নিয়ে অপরাধমূলক কাজ করা হয়,নাশকতা থেকে সাইবার প্রতারণা- যে কোনও ধরনের অপরাধ করা যেতে পারে। আপনি সতর্ক থাকলেই সহজে এড়ানো যাবে এই বিপদ।

Sanchar Saathi: আপনার নামে ভুয়ো নম্বর? এক ক্লিকেই বিপদ এড়াবেন কীভাবে?
3

যেমন সঞ্চার সাথী (Sanchar Sathi)- এর মাধ্যমে এমন একটি সুবিধা আনা হয়েছে যাতে একজন সহজেই খুঁজে বের করতে পারে যে তাঁর নামে এখন কটি মোবাইল কানেকশন রয়েছে। যদি কোনও মোবাইল কানেকশন তাঁর নামে না থাকে তাহলে সেটা ব্লক করা যায়, রিপোর্ট করা যায়। এছাড়া, ফোন হারিয়ে গেলে ব্লক করা, ট্র্যাক করার মতো সুবিধাও রয়েছে সঞ্চার সাথীতে। নতুন বা পুরনো ফোন কিনলে তা আসল কিনা সেটা পরীক্ষা করে দেখার সুবিধাও রয়েছে সঞ্চার সাথীকে। রয়েছএ CEIR, TAFCOP-এর মতো একাধিক মডিউল।

4

TAFCOP-এর অর্থ Telecom Analytics for Fraud Managment and Consumer Protection. এই পোর্টাল কী কাজ করে? এর মাধ্যমে একজন ব্যক্তি দেখতে পারবেন, তাঁর নামে কতগুলি মোবাইল কানেকশন এখন রয়েছে। সঞ্চার সাথী পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী, এর মাধ্যমে তাঁর নামে থাকা কোনও মোবাইল কানেকশন নিয়ে গ্রাহকের মনে সন্দেহ থাকলে সেই কানেকশন রিপোর্ট করা যায়।

5

TAFCOP-এর মাধ্যমে একাধিক সুবিধা পেতে পারেন গ্রাহক। যদি এক ব্যক্তির পরিচয়পত্র ব্যবহার করে ৯টির বেশি কানেকশন চালু হয় তাহলে ওই ব্যক্তির কাছে একটি মেসেজ পৌঁছবে, তারপরে TAFCOP থেকে ব্যবস্থা নিতে পারেন

6

মোবাইল কানেকশন সংক্রান্ত কোনও সন্দেহজনক ঘটনা ঘটলে সেই সংক্রান্ত রিপোর্ট করা যায় এই পোর্টালে। অনলাইনেই নালিশ জানিয়ে সেটির ট্র্যাকিং ID গিয়ে ট্র্যাকও করা যায়

7

একবার অভিযোগ জানানোর পরে TAFCOP পোর্টালে গিয়ে Request Status-অপশনে গিয়ে Ticket ID Ref No. দিলেই অভিযোগের পর তার অবস্থা কীরকম সেটা বোঝা যাবে।

8

আগে কোনও নম্বর নিয়েছিলেন, যেটা এখন আর ব্য়বহার করেন না। এমন নম্বরও ডিঅ্য়াক্টিভেট করতে পারবেন ব্যাবহারকারীরা।

9

কীভাবে ব্য়বহার https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ এই পেজে যান। সেখানে TAFCOP-এর লিঙ্কে ক্লিক করে মোবাইল নম্বর দেওয়ার জায়গায় আপনার মোবাইল নম্বর দিন।

10

তারপর Captcha নিয়ে OTP চাইলেই একটি OTP আসবে আপনার ওই নম্বরে। সেটি দিয়ে দিলেই একটা তালিকা চলে আসবে, আপনার আধার কার্ড ব্যবহার করে যে কটি মোবাইল নম্বর নেওয়া হয়েছে তার তালিকা এতে থাকবে। যদি এমন কোনও নম্বর থাকে যা আপনি নেননি তাহলে ওই নম্বরটি সিলেক্ট করে রিপোর্ট করতে পারবেন। তাহলেই সেই আবেদন DoT-তে যাবে, তারপরে সেই নম্বরটি ব্লক বা ডিঅ্যাক্টিভেট করে দেবে।

NEXT PREV
খুঁটিনাটি (banking-and-service) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.