Report Online Fraud : অনলাইন প্রতারণার শিকার ? কীভাবে দায়ের করবেন অভিযোগ ? কোন পথে সুরাহা ?
সময়ের সঙ্গে অনলাইন প্রতারণার ধরণ বদলেছে। তবে প্রতারণার কবলে পড়লে ভারতীয় আইটি অ্যাক্ট অনুসারে অভিযোগ দায়ের করা যাবে যে কোনও সাইবার সেলে। কিন্তু তার আগে কয়েকটা পদক্ষেপ করে নেওয়াই শ্রেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্লক- অনলাইনে প্রতারণার ফাঁদে অর্থ খোওয়ালে প্রথমেই নির্দিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে কার্ড ব্লক করাতে হবে। অভিযোগ দায়ের করার আগে কার্ড ব্লক করা প্রয়োজনীয়।
তথ্য- যে অ্যাকাউন্ট অনলাইন ফ্রডের কবলে পড়েছে তার গত কয়েকমাসের স্টেটমেন্ট। সেই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। কোনও লিঙ্কে ক্লিক করতে বলা হলে সেটি বা তার স্ক্রিনশট থেকে শুরু করে আপনার পরিচয়পত্র। অভিযোগ দায়েরের জন্য লাগবে।
লিখিত অভিযোগ- অনলাইন প্রতারণার ক্ষেত্রে যে কোনও সাইবার সেলে অভিযোগ দায়ের করা যায়। অনলাইনে বা অফলাইনে দায়ের করতে হবে লিখিত অভিযোগ।
কোথায় কীভাবে অভিযোগ- https://cybercrime.gov.in/ ওয়েবসাইটে গিয়ে করা যাবে অভিযোগ। অনলাইন প্রতারণার ক্ষেত্রে অভিযোগ জানানোর হটলাইন নম্বর 155260। যে কোনও কাজের দিন সকাল ৯ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত অভিযোগ দায়ের করা যাবে।
অনলাইনে অভিযোগ জানানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে আপনার কাছের থানায় গিয়েও অভিযোগ করা যাবে।
মাথায় রাখুন- অভিযোগপত্র লিখতে হবে সাইবার ক্রাইম সেলের প্রধানকে উদ্দেশ্য করে।
ই-মেল আইডি, ফোন নম্বর ও ঠিকানা যেন স্পষ্ট ও সঠিকভাবে উল্লেখ থাকে অভিযোগপত্রে।
প্রতারণার কবলে পড়ার ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল করতে হয়।
অনলাইন প্রতারণা এড়ানোর সবথেকে সহজ ও কার্যকরী উপায় সতর্ক থাকা। সন্দেহ জাগে এমন কোনও লিঙ্ক, ওয়েবসাইট বা শর্ট ইউআরএলে ক্লিক করবেন না। টাকা লেনদেনের কাজ সংক্রান্ত ওটিপি শেয়ার করা থেকে থাকুন বিরত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -