EPFO Balance : পিএফ অ্যাকাউন্টে পড়তে শুরু করেছে সুদ, কীভাবে দেখবেন পাসবুক ?

কর্মচারীদের ইপিএফ অ্যাকাউন্ট সুদ পাঠানো শুরু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তথা ইপিএফও (EPFO)। কীভাবে চেক করবেন ব্যালেন্স?

EPFO, EPFO balance, EPFO Passbook, check EPFO passbook

1/10
প্রথমেই প্রভিডেন্ট ফান্ড মেম্বারদের যেতে হবে ইপিএফও-এর ওয়েবসাইট epfindia.gov.in-এ।
2/10
ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে 'Services' সেকশন।
3/10
সেখান থেকে বেছে নিতে হবে 'For Employees' অপশন।
4/10
ওই নির্দিষ্ট সেকশনে 'Member Passbook' অপশনে ক্লিক করতে হবে।
5/10
মেম্বার পাসবুকে ক্লিক করলেই তা পৌঁছে যাবে লগ ইন পেজে।
6/10
লগ ইন পেজে গিয়ে লিখতে হবে আপনার UAN নম্বর।
7/10
নির্দিষ্ট পাসওয়ার্ড ও ক্যাপচা কোড ফিল আপ করে করতে হবে লগ ইন।
8/10
আপনার ইপিএফ অ্যাকাউন্টের মধ্যে ভাগ করে উল্লেখ করা থাকবে আপনার, চাকরিদাতার দেওয়া অঙ্ক ও জমা পড়া সুদের অঙ্ক।
9/10
ডাউনলোড পাসবুক অপশনে ক্লিক করলেই পাাসবুকের সফট কপিও ডাউনলোড করে রাখতে পারবেন।
10/10
উমঙ্গ অ্যাপের মাধ্যমেও UAN নম্বর ও রেজিস্টার মোবাইলে আসা ওটিপি থেকে দেখা যাবে পাসবুক।
Sponsored Links by Taboola