EPFO Balance : পিএফ অ্যাকাউন্টে পড়তে শুরু করেছে সুদ, কীভাবে দেখবেন পাসবুক ?
প্রথমেই প্রভিডেন্ট ফান্ড মেম্বারদের যেতে হবে ইপিএফও-এর ওয়েবসাইট epfindia.gov.in-এ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে 'Services' সেকশন।
সেখান থেকে বেছে নিতে হবে 'For Employees' অপশন।
ওই নির্দিষ্ট সেকশনে 'Member Passbook' অপশনে ক্লিক করতে হবে।
মেম্বার পাসবুকে ক্লিক করলেই তা পৌঁছে যাবে লগ ইন পেজে।
লগ ইন পেজে গিয়ে লিখতে হবে আপনার UAN নম্বর।
নির্দিষ্ট পাসওয়ার্ড ও ক্যাপচা কোড ফিল আপ করে করতে হবে লগ ইন।
আপনার ইপিএফ অ্যাকাউন্টের মধ্যে ভাগ করে উল্লেখ করা থাকবে আপনার, চাকরিদাতার দেওয়া অঙ্ক ও জমা পড়া সুদের অঙ্ক।
ডাউনলোড পাসবুক অপশনে ক্লিক করলেই পাাসবুকের সফট কপিও ডাউনলোড করে রাখতে পারবেন।
উমঙ্গ অ্যাপের মাধ্যমেও UAN নম্বর ও রেজিস্টার মোবাইলে আসা ওটিপি থেকে দেখা যাবে পাসবুক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -