Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Income Tax: অর্থবর্ষ শেষের আগে সারতেই হবে এই কাজগুলি, কোথায় কোথায় নজর?
বছর শেষ হতে আর কয়েকটা দিন বাকি। না না- যা ভাবছেন তা নয়---আর্থিক বছরের কথা বলা হচ্ছে। যার সঙ্গে জড়িয়ে থাকে আমাদের আয়কর রিটার্ন, বিনিয়োগ- কর বাঁচানো-করছাড় পাওয়া সংক্রান্ত নানা বিষয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩১ মার্চ শেষ হচ্ছে এই আর্থিক বছর। তার আগে কয়েকটা দিকে আমাদের খেয়াল রাখতেই হবে। সেগুলো কী? আসুন চট করে একবার দেখে নিই।
PAN-আধার লিঙ্ক: ব্যাঙ্কের কাজের জন্য সবচেয়ে জরুরি নথি হল প্যান কার্ড। শুধু ব্যাঙ্কের কাজ নয়, যে কোনও বিনিয়োগের জন্য দরকার পড়ে প্যান কার্ডের। ৩১ মার্চের আগে অবশ্যই আপনার প্যান কার্ড-আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। সেটা যদি না করেন তাহলে ১ এপ্রিল থেকে অকেজো হয়ে যাবে প্যান কার্ড। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিনিয়োগের কাজ- সব জায়গায় হোঁচট খাবেন। ট্যাক্স রিটার্নেও সমস্যা হবে। লাগতে পারে বড়সড় ফাইনও।
অ্য়াডভান্স ট্যাক্স বা অগ্রিম কর: ৩১ মার্চের আগে খেয়াল রাখতে হবে এই বিষয়টি নিয়েও। যদি কোনও করদাতাকে বছরে ১০ হাজার টাকার বেশি কর দিতে হয়। তাহলে তাঁকে অগ্রিম কর দিতে হয়। ৪টি কিস্তিতে এই গোটা অগ্রিম কর দিতে হয়। ২০২২-২৩ অর্থবর্ষের ক্ষেত্রে ৩১ মার্চের মধ্যে সেই কর পুরোটা দিয়ে দিতে হবে। সেটা না করলে পরের প্রতি মাসের হিসেবে সুদ বসবে তাতে।
কর বাঁচাতে বিনিয়োগ: কর বাঁচাতে আমরা অনেকেই নানা ভাবে নানা দিকে বিনিয়োগ করে থাকি। নির্দিষ্ট নিয়মের মাধ্য়মে করছাড়ের সুবিধা পেতে এই বিনিয়োগ করা হয়। যদি আপনি এমন এখনও না করে থাকেন তাহলে ৩১ মার্চের মধ্যে অবশ্যই তা করে ফেলুন। ২০২২-২৩ অর্থবর্ষ শেষ হবে ৩১ মার্চ। তারপরে বিনিয়োগ করলে এই অর্থবর্ষের জন্য করছাড়ের সুবিধা আপনার হাত থেকে ফস্কে যাবে।
আপডেটেট রিটার্ন: যদি কারও ২০১৯-২০ বা ২০২০-২১ অর্থবর্ষের জন্য Updated Return দাখিল করতে হয়, তাহলে তাঁর হাতে সময় রয়েছে এই বছরের ৩১ মার্চ পর্যন্ত।
Form 12B: অনেকেই হয়তো বছরের মাঝে নতুন অফার পেয়ে, হাইক পেয়ে নতুন চাকরি নিয়েছেন। তাঁদের অবশ্যই নতুন অফিসে Form 12B জমা দিতে হবে।- অর্থাৎ আগের অফিসের বেতন সংক্রান্ত তথ্য নতুন অফিসে দিতে হবে। যাতে ট্যাক্সের হিসেবে সমস্যা না হয়।
মূলধনী লাভে কর: শেয়ার মার্কেট। এখন অনেকেরই বিনিয়োগের জায়গা। আয়েরও অন্যতম উৎস। আগে দীর্ঘমেয়াদি মূলধনি লাভে করছাড় ছিল। কিন্ত এখন তার ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা। তার বেশি হলে তাতে কর বসবে। সেক্ষেত্রে ৩১ মার্চের আগে লাভ ঘরে তুললে এবং সেটা ১ লক্ষের নীচে হলে করছাড়ের সুবিধা মিলতে পারে। তবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনেও কিন্তু কর বসে। সেটাও একবার হিসেব করে নেওয়া প্রয়োজন।
মিউচুয়াল ফান্ডে নমিনি তথ্য: মিউচুয়াল ফান্ড নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে। নমিনি সাবমিশন। ৩১ মার্চের আগে মিউচুয়াল ফান্ডে নমিনি সংক্রান্ত তথ্য জমা করতেই হবে। নয়তো ফান্ড থেকে টাকা তোলা যাবে না। সুবিধা হচ্ছে এই গোটা কাজটাই অনলাইনে করা যাবে।
পিপিএফ বা এনপিএস অ্য়াকাউন্ট কী রয়েছে? সেখান কী ঠিকমতো টাকা জমা পড়েছে? একবার দেখে নিন। বছরে অন্তত ৫০০ টাকা জমা না পড়লে ওই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। ৩১ মার্চের আগে ওই টাকা জমা করলেই মিটে যাবে সমস্যা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -