Railway Refund Rules: 'অগ্নি বিক্ষোভের' আগুনে বাতিল ট্রেন, এইভাবে ফেরত পাবেন টিকিটের টাকা

Indian Railways

1/9
দেশে সেনা নিয়োগের অগ্নিপথ স্কিম (Agnipath Yojana)চালু হওয়ার পর থেকেই শুরু হয়েছে 'তাণ্ডব'। বিভিন্ন রাজ্যে ট্রেনের ওপর হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।
2/9
কিছু জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে হামলাকারীরা। যার ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। রেলের বিভিন্ন শাখার বাতিল করা হয়েছে বহু ট্রেন। জেনে নিন, কীভাবে বাতিল ট্রেনের টিকিটের টাকা ফেরত পাবেন আপনি।
3/9
আইআরসিটিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আজ মোট ৬৯১ টি ট্রেন বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে যদি আপনার ট্রেনটিও বাতিল করা হয়ে থাকে তাহলে জেনে নিন কীভাবে এই টিকিটের টাকা ফেরত পাবেন।
4/9
আপনি যদি টিকিট কেনার সময় অনলাইনে বুকিং করে থাকেন, তাহলে আপনাকে এর রিফান্ড নিয়ে চিন্তা করতে হবে না। আপনি ঘরে বসে ই-টিকেটের টাকা ফেরত পেতে পারেন। আপনি এই টিকিটের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাবেন।
5/9
এমন পরিস্থিতিতে আপনার টিডিআর (Ticket Deposit Receipt)ফাইল করার দরকার নেই। এমনিতেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
6/9
যারা রেলের টিকিট কাউন্টার থেকে টিকিট কিনেছেন, তাদের টাকা ফেরতের জন্য আপনাকে টিডিআর ফাইল করতে হবে। জেনে নিন টিডিআর ফাইল করার প্রক্রিয়া।
7/9
এর জন্য আপনি প্রথমে https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf - এ ক্লিক করুন। এই লিঙ্কে আপনার পিএনআর নম্বর, ট্রেন নম্বর, ক্যাপচা কোড লিখুন। এরপর রুলসে টিক চিহ্ন দিন।
8/9
ফর্ম পূরণের সময় আপনার দেওয়া নম্বরে একটি OTP আসবে। এটা লিখুন। এরপরে আপনি পিএনআরের সম্পূর্ণ বিবরণ দেখতে পাবেন।সেখানে রিফান্ড অপশনে ক্লিক করুন।
9/9
এর পরে একটি কনফারমেশন মেসেজ আসবে। শেষে ব্যাঙ্কের বিবরণ দেওয়ার পরে আপনি টাকা ফেরত পেয়ে যাবেন।
Sponsored Links by Taboola