Railway Rules: রাতের ট্রেনে সফর করছেন ? এই নিয়মগুলি না মানলেই হবে মোটা জরিমানা
ভারতে ট্রেনে চড়ে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকেন। কেউ কেউ স্বল্প দূরত্বে যাতায়াত করেন আবার কেউ যান দূরপাল্লার ট্রেন ধরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেউ কেউ কেবল রাতের বেলাতেই ট্রেন চড়েন গন্তব্যে পৌঁছানোর জন্য। তবে রাতের ট্রেনে চড়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে রেলওয়ের, জানেন কি ?
আপনি যদি ট্রেনে করে রাতের বেলা ভ্রমণ করেন, তাহলে এই নিয়মগুলি আপনাকে মেনে চলতেই হবে। নাহলে বড় জরিমানা বা সাজা হতে পারে।
রাতের বেলা ফোনে চিৎকার করে কথা বলা যাবে না। এটা আইনবিরুদ্ধ। এমনকী ফোনে লাউডস্পিকারও ব্যবহার করতে পারবেন না।
রাত্রে কামরায় জোরে জোরে গান বাজানো দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে। নাইট লাইট ছাড়া রাত্রে আপনাকে সমস্ত আলো নিভিয়ে দিতে হবে।
মিডল বার্থে কেউ টিকিট পেলে তিনি যদি রাত ১০টার পরে শুতে চান, তাহলে লোয়ার বার্থে বসে থাকা যাত্রীদের তাঁকে শোয়ার ব্যবস্থা করতে সহায়তা করতে হবে।
লোয়ার বার্থের যাত্রীরা কোনওভাবেই তাঁকে বাধা দিতে পারবেন না বা তাঁকে শোয়ার ব্যবস্থা করাতে বিঘ্ন সৃষ্টি করতে পারবেন না।
রাতে কোনও টিকিট পরীক্ষক রাত দশটার পরে টিকিট পরীক্ষা করতে পারবেন না আপনার। তবে কেউ যদি রাত দশটার পরে ট্রেনে ওঠেন তাহলে তাঁর টিকিট পরীক্ষা করতে পারেন টিটিই।
রাতে ভ্রমণের সময় অনলাইন অর্ডার করে খাবার খাওয়া নিরাপদ নয়। এর জন্য সন্ধেবেলা আগে থেকে অর্ডার দিয়ে রাখলে ভাল হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -