Indian Railways: ভারতীয় রেলে এবার 'সার্কুলার টিকিট', জেনে নিন কী সুবিধা
Circular Ticket: যাত্রীদের সুবিধার্থে এবার নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। এবার থেকে এই রুটে ঘুরে বেড়াতে পারবেন মাত্র একটি টিকিটের মাধ্যমে।
Indian Railways
1/10
যাত্রীদের সুবিধার্থে এবার নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। এবার থেকে একই রুটে ঘুরে বেড়াতে পারবেন মাত্র একটি টিকিটের মাধ্যমে। জেনে নিন , নতুন এই টিকিটের যাবতীয় সুবিধা।
2/10
ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে সময়ে সময়ে পদক্ষেপ নেয়। উৎসবের মরসুমে যাত্রী সংখ্যা বেশি হলে বিশেষ ট্রেন চালায় ইন্ডিয়ান রেলওয়ে। পণ্যের পার্সেল, অনলাইনে টিকিট বুকিং ছাড়াও যাত্রীদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরের সুবিধা দেয় রেল।
3/10
এ ছাড়াও কনফার্ম টিকিট বুক করার জন্য তৎকাল বুকিং পরিষেবাও পাবেন রেলওয়ের পরিষেবার মাধ্যমে। বর্তমানে ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য একটি সার্কুলার টিকিটের সুবিধাও দিচ্ছে। এর সাহায্যে আপনি একই রুটের অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন।
4/10
আপনি যদি অনেক জায়গায় তীর্থযাত্রা বা দর্শনীয় স্থানে যেতে চান,তাহলে ভারতীয় রেলওয়ে সার্কুলার ভ্রমণের টিকিট বুক করার সুবিধা দেয়। সব ক্লাসের যাত্রীরাই সার্কুলার টিকিট কিনতে পারে।
5/10
এই টিকিটে সর্বোচ্চ ৮টি স্টপেজ থাকতে পারে। সেই ক্ষেত্রে যাত্রাপথে কোথাও থামতে চাইলে অনুমোদনের প্রয়োজন হবে না যাত্রীর।
6/10
জোনাল রেলওয়ে থেকে স্ট্যান্ডার্ড সার্কুলার যাত্রার টিকিটও কেনা যাবে। এটি পর্যটকদের সুবিধার জন্য বিশেষ দর্শনীয় স্থানগুলি কভার করে। বুকিংয়ের সময়,গন্তব্য ও যাত্রার ভিত্তিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়।
7/10
যদি আপনার যাত্রী রেলওয়ের দেওয়া রুট অনুযায়ী ফিট করে তবে আপনি এটি কিনতে পারেন। অন্যথায় জোনাল রেলওয়ে তাদের যাত্রা সম্পর্কে বলতে পারে। তিনি আপনার সুবিধা অনুযায়ী টিকিট ইস্যু করবেন।
8/10
সার্কুলার যাত্রার টিকিট অতিরিক্ত খরচ কমিয়ে দেয়। এর সঙ্গে এটি যাত্রার সময় সব জায়গা থেকে ট্রেনের টিকিট বুক করার সমস্যাও দূর করে।
9/10
এই টিকিটগুলির সাহায্যে আপনি কেবল সময়ই বাঁচাতে পারবেন না যাত্রার প্রতিটি ধাপের জন্য টিকিট বুক করার ঝামেলাও দূর করবে।
10/10
তাই এবার থকে একই রুটে ভ্রমণের আগে সার্কুলার টিকিটেই আস্থা রাখুন। সহজ হবে আপনার ট্রেনের যাত্রাপথ।
Published at : 14 Dec 2022 12:35 PM (IST)