Investment : বেতন ২৫ হাজার হলে ভুলেও SIP বা FD করবেন না ! এই স্কিলে বিনিয়োগ করুন টাকা

Investment : ২৫ হাজার টাকা বেতনের জন্য SIP ও FD-র মতো পুরনো স্কিমগুলি এখন তেমন লাভজনক নয়। তাই নতুন যুগের স্কিল কোর্সে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ।

Continues below advertisement

২৫ হাজার টাকার মধ্যে বেতন হলে..

Continues below advertisement
1/6
আজকাল মুদ্রাস্ফীতি এত বেশি যে FD-এর সুদও আপনার সঞ্চয়কে বাড়াতে খুব বেশি সাহায্য করতে পারে না। এমন পরিস্থিতিতে স্মার্ট বিনিয়োগের প্রয়োজন, যেখানে আপনার টাকাও বাড়বে এবং আপনার আয়ও হবে। বিশেষ বিষয় হল, এই সুবিধা শুধুমাত্র বিনিয়োগের মাধ্যমে নয়, নতুন দক্ষতা অর্জন করেও পাওয়া যেতে পারে।
2/6
সাধারণত কম বেতনের লোকেরা মনে করে তাদের বিনিয়োগের বেশি বিকল্প নেই, তাই তারা FD, RD বা সাধারণ SIP-এর মতো প্রচলিত পদ্ধতিতেই সীমাবদ্ধ থাকে।
3/6
কিন্তু ২০২৫ সালের দিকে এই পদ্ধতি বেশ স্লো হয়ে যাচ্ছে। আপনি যদি ২০-৩৫ বছর বয়সের মধ্যে হন তবে এটি আপনার ক্যারিয়ার এবং আয়ের গতি বাড়ানোর সেরা সময়। আর এটা তখনই সম্ভব যখন আপনি আপনার উপার্জনের একটা অংশ নিজের উপর অর্থাৎ নিজের দক্ষতাগুলোর উপর খরচ করবেন।
4/6
বর্তমানে প্রযুক্তির যুগ চলছে এবং কোম্পানিগুলির এমন লোক প্রয়োজন যাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ডেটা অ্যানালিটিক্স সাইবার নিরাপত্তা ডিজিটাল মার্কেটিং ক্লাউড কম্পিউটিং বা ইউআইইউএক্স এর মতো নতুন দক্ষতা রয়েছে
5/6
এই স্কিলগুলি শিখতে বেশি খরচ করারও দরকার নেই। অনেক অনলাইন প্ল্যাটফর্মে এই কোর্সগুলো ৩,০০০ থেকে ১০,০০০ টাকাতে পাওয়া যায়।
Continues below advertisement
6/6
তিন থেকে ছয় মাসের মধ্যে এগুলো সম্পূর্ণও হতে পারে। একবার এই স্কিলগুলি শিখে নিলে, আপনার বেতন ২৫ হাজার থেকে সরাসরি ৪০-৭০ হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে। অর্থাৎ SIP বা FD-এর তুলনায় অনেক গুণ দ্রুত রিটার্ন।
Sponsored Links by Taboola