Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Income Tax: বয়স ৬০ পেরিয়েছে ? আয়কর জমার ক্ষেত্রে কী কী ছাড় পাবেন ?
২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার কাজকর্ম এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই এই আয়কর জমা করে দিতে হবে সকল করদাতা নাগরিককে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে সমস্ত ব্যক্তির বয়স ৬০ পেরিয়েছে অথচ ৮০ বছরের কম, তাদেরকেও আয়কর জমা দিতে হবে। কিন্তু আয়করের ক্ষেত্রে তাদের কিছু ছাড় রয়েছে। ছবি- ফ্রিপিক
৬০-৮০ বছরের মধ্যে যাদের বয়স তাদের ক্ষেত্রে কর জমার দরকার না পড়লেও আইটিআর ফাইলিং করতেই হয়। কর ছাড়ের থেকেও বেশি আয় হলে আয়কর ফাইলিং করা দরকার। ছবি- ফ্রিপিক
তবে এই কর ছাড় নির্দিষ্ট করযোগ্য আয়ের উপর প্রযোজ্য না হলেও আইটিআর ফাইলিংয়ের জন্য জরুরি। যারা পেনশন পান, সেই পেনশনের আয়ও করযোগ্য বলে ধরা হয়। ছবি- ফ্রিপিক
তবে সরকারের কমিউটেড পেনশন করযোগ্য আয় বলে ধরা হয় না। ৬০ থেকে ৮০ বছর বয়সীদের জন্য ফ্ল্যাট ৩ লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের সীমা ধরা আছে। বয়স ৮০ পেরোলে এই সীমা ধার্য হয় ৫ লাখ টাকা পর্যন্ত। ছবি- ফ্রিপিক
৫ লাখ টাকার কম আয় যাদের, তারাও আয়কর আইনের ৮৭এ ধারা অনুসারে ১২,৫০০ টাকার কর ছাড় পাবেন। ছবি- ফ্রিপিক
এছাড়া আয়কর আইনের আওতায় ৮০ সি, ৮০ টিটিবি, ৮০ ডি ধারায় নানাভাবে কর ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা। ছবি- ফ্রিপিক
চিকিৎসার অতিরিক্ত খরচের জন্য স্বাস্থ্যবিমার ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা এই ৮০ ডি ধারায় কর ছাড়ের সুবিধে নিতে পারেন। ছবি- ফ্রিপিক
বিভিন্ন ট্যাক্স সেভিং বিনিয়োগের মাধ্যমে টাকা রাখলে তাঁর থেকে যে সুদের আয় হয়, সেই টাকার উপরেও ৮০সি ধারা অনুসারে কর ছাড়ের দাবি করতে পারেন প্রবীণ নাগরিকরা। ছবি- ফ্রিপিক
৬০ বছরের কম বয়সীরা যেখানে সাধারণভাবে সর্বোচ্চ ২.৫ লাখ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারেন, সেখানে প্রবীন নাগরিকদের জন্য এই সীমা ৩ লাখ টাকা পর্যন্ত। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -