Laxmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আবেদন করেছেন ? কবে পাবেন টাকা ? নিজেই দেখে নিতে পারবেন আবেদনপত্রের স্টেটাস
নবম দুয়ারে সরকার শেষ হয়েছে ১ ফেব্রুয়ারি । মানুষ নানা সরকারি পরিষেবা পেতে কদিন ধরে সরকার নির্দিষ্ট ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করেছেন ও জমা দিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার সেসব ফর্ম খতিয়ে দেখে সংশ্লিষ্ট পরিষেবার পদ্ধতি-সংক্রান্ত পদক্ষেপ নেবেন সরকারি আধিকারিকরা।
নানা পরিষেবার মধ্যে দুয়ারে সরকারে এবারও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন মহিলারা।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা ও তপশিলি বাদে অন্যরা প্রতি মাসে ১০০০টাকা সরকারি অনুদান পেয়ে থাকেন।
এখন, যাঁরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পেতে আবেদন করেছেন, তাঁরা সহজেই দেখে নিতে পারবেন, তাঁদের আবেদনপত্রের বর্তমান অবস্থা। কোথায় আছে ? গৃহীত হয়েছে কি না, ইত্যাদি। ঘরে বসেই।
আবেদন যাঁরা করেছেন, তাঁরা নিশ্চয়ই আধার নম্বর, স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর, মোবাইল নম্বরের মতো তথ্যাদি জমা দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিশেষ অ্যাপ্লিকেশন আই ডি ক্যাম্প থেকে পেয়েছেন।
এবার নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন। প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন https://socialsecurity.wb.gov.in/। পাতাটি খুললে ডানদিকে উপরে দেখতে পাবেন লেখা আছে Track applicant Status।
Track applicant Status- এর উপরে ক্লিক করলে সার্চ ইউজিং বলে একটি বিকল্প দেখতে পাবেন। এবং সেখানে Application Id/Mobile No./Swasthyasathi Card No./Aadhaar No.- এই চারটি বিকল্প দেওয়ার নির্দিষ্ট জায়গা দেখাবে।
এবার আপনার পছন্দ মতো বিকল্পটি দেবেন। ধরুন আপনি নিজের মোবাইল নম্বর যেটি, দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মে লিখে দিয়েছেন, সেটি নির্দিষ্ট জায়গায় দিলেন। পাশেই দিতে হবে ক্যাপচা কোড।
নির্দিষ্ট ক্যাপচা কোডটি লিখে সার্চ করলেই নয় সংখ্যার আপনার অ্যাপ্লিকেশন আই ডি-টি দেখতে পাবেন। সঙ্গে দেখে নিতে পারবেন আপনার আবেদন পত্র কবে জমা হয়েছে এবং আবেদনপত্রের বর্তমান স্টেটাস কী ।
এবার অপেক্ষা। আবেদনপত্র রিভিউয়ের পর ফর্মটি নির্ভুল হলে, আপনি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -