LIC Bachat Plus Plan: এক পলিসিতে দ্বিগুণ সুবিধা, কী দিচ্ছে LIC-র এই প্ল্যান

LIC

1/10
বর্তমানে বেসরকারি জীবন বিমা পলিসির ভিড়েও বেশিরভাগ লোকেরই পছন্দ LIC পলিসি। ভারতের বৃহত্তম বিমা কোম্পানি হওয়ার সুবাদে এই কোম্পানির উপর আস্থা রাখে দেশবাসী।
2/10
LIC Bachat Plus পলিসি সুরক্ষার পাশাপাশি সঞ্চয় নিশ্চিত করে। এই পলিসিতে পলিসিধারক মারা গেলে তার পরিবার আর্থিক সাহায্য পায়।
3/10
অন্যদিকে, পলিসিধারক পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত জীবিত থাকলে মেয়াদপূর্তির পরে পলিসিধারক বড় অঙ্কের টাকা পান।
4/10
এই পলিসির মাধ্যমে আপনি একবারে প্রিমিয়াম জমা করতে পারেন। চাইলে আপনি 5 বছরের সীমিত সময়ের জন্য প্রিমিয়াম দিতে পারেন।
5/10
এই স্কিমের মাধ্যমে আপনি বার্ষিক, অর্ধ -বার্ষিক, ত্রৈমাসিক বা মাসে মাসে প্রিমিয়াম দিতে পারেন।
6/10
বচত প্লাস স্কিমের আওতায় গ্রাহকরা ঋণ নেওয়ার সুবিধাও পাবেন। এখানে সিঙ্গল প্রিমিয়াম অপশনে পলিসির 3 মাস শেষ হওয়ার পরে বা ফ্রি লুক পিরিয়ড শেষ হওয়ার পরে ঋণ নেওয়া যেতে পারে।
7/10
যেখানে সীমিত প্রিমিয়াম পেমেন্ট বিকল্পে, কমপক্ষে 2 বছরের জন্য প্রিমিয়াম পরিশোধ করার পর ঋণ পাওয়া যাবে।
8/10
আপনি যদি এই পলিসিতে বিনিয়োগ করতে চান তাহলে অনলাইন বা অফলাইনে পেমেন্ট করতে পারবেন। আপনি www.licindia.in থেকেও পলিসিতে বিনিয়োগ করতে পারেন।
9/10
এই পলিসি করলে আয়কর ধারা 80C এর অধীনেও ছাড় পাবেন পলিসিহোল্ডার।
10/10
এই পলিসিতে ন্যূনতম বিমা পরিমাণ 1 লক্ষ টাকা, তবে কোনও সর্বোচ্চ সীমা নেই।
Sponsored Links by Taboola