LIC আনল এই নতুন পলিসি, আপনি কী সুবিধা পাবেন জানেন ?
LIC এনেছে এই দুর্ঘটনাজনিত পলিসি, একসঙ্গে সুবিধা পাবে পুরো পরিবার।
1/9
শেয়ার বাজারে আসার পর এবার নতুন বিমা আনল ভারতীয় জীবন বিমা নিগম বা LIC। এই পলিসির নাম এলআইসি 'গ্রুপ অ্যাকসিডেন্ট বেনিফিট রাইডার' রাখা হয়েছে।
2/9
ম্প্রতি আরও একটি পলিসি চালু করেছে এলআইসি। যার নাম দেওয়া হয়েছে এলআইসি বিমারত্ন পলিসি।
3/9
এটি একটি রাইডার দুর্ঘটনা সম্পর্কিত পলিসি। এটি একটি নন লিঙ্কড, গ্রুপ হেলথ রাইডার ও নন পার্টিসিপিটিং পলিসি।
4/9
যারা তাদের পুরো পরিবারের জন্য দুর্ঘটনা পলিসি করতে চান তাদের জন্য এটি চালু করা হয়েছে।
5/9
এটা লক্ষণীয় যে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন তার আইপিও চালু করার পর দ্বিতীয় পলিসি চালু করেছে। এর আগে ২ মে ২০২২ সালে এলআইসি বিমা রত্ন পলিসি চালু করেছিল।
6/9
এর পরে 3 জুন এলআইসি দ্বিতীয় নতুন পলিসি সম্পর্কে তথ্য দিয়েছে।
7/9
এলআইসি গত 30 মে 2022 তারিখে ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে। ফলাফল অনুযায়ী, এলআইসি-র নিট মুনাফা প্রায় 17.41 শতাংশ কমেছে।
8/9
চলতি বছরের মার্চ কোয়ার্টারে মুনাফা ছিল 2409 কোটি টাকা। একই সময়ে, গত বছর কোম্পানির মুনাফা ছিল প্রায় 2,917 কোটি টাকা।
9/9
এমন পরিস্থিতিতে কোম্পানি তার সকল পলিসি হোল্ডারদের প্রতি শেয়ারের প্রায় 1.50 টাকা লভ্যাংশ বা ডিভিডেন্ট দেওয়ার ঘোষণা করেছে।
Published at : 05 Jun 2022 07:16 AM (IST)