LIC আনল এই নতুন পলিসি, আপনি কী সুবিধা পাবেন জানেন ?
শেয়ার বাজারে আসার পর এবার নতুন বিমা আনল ভারতীয় জীবন বিমা নিগম বা LIC। এই পলিসির নাম এলআইসি 'গ্রুপ অ্যাকসিডেন্ট বেনিফিট রাইডার' রাখা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্প্রতি আরও একটি পলিসি চালু করেছে এলআইসি। যার নাম দেওয়া হয়েছে এলআইসি বিমারত্ন পলিসি।
এটি একটি রাইডার দুর্ঘটনা সম্পর্কিত পলিসি। এটি একটি নন লিঙ্কড, গ্রুপ হেলথ রাইডার ও নন পার্টিসিপিটিং পলিসি।
যারা তাদের পুরো পরিবারের জন্য দুর্ঘটনা পলিসি করতে চান তাদের জন্য এটি চালু করা হয়েছে।
এটা লক্ষণীয় যে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন তার আইপিও চালু করার পর দ্বিতীয় পলিসি চালু করেছে। এর আগে ২ মে ২০২২ সালে এলআইসি বিমা রত্ন পলিসি চালু করেছিল।
এর পরে 3 জুন এলআইসি দ্বিতীয় নতুন পলিসি সম্পর্কে তথ্য দিয়েছে।
এলআইসি গত 30 মে 2022 তারিখে ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে। ফলাফল অনুযায়ী, এলআইসি-র নিট মুনাফা প্রায় 17.41 শতাংশ কমেছে।
চলতি বছরের মার্চ কোয়ার্টারে মুনাফা ছিল 2409 কোটি টাকা। একই সময়ে, গত বছর কোম্পানির মুনাফা ছিল প্রায় 2,917 কোটি টাকা।
এমন পরিস্থিতিতে কোম্পানি তার সকল পলিসি হোল্ডারদের প্রতি শেয়ারের প্রায় 1.50 টাকা লভ্যাংশ বা ডিভিডেন্ট দেওয়ার ঘোষণা করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -