Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
PAN-Aadhar Link: এই তারিখের আগে করতে হবে প্যান-আধার লিঙ্ক, না হলে ১০,০০০ টাকা জরিমানা
আপনি কি এখন পর্যন্ত আপনার আধার কার্ডকে প্যান কার্ডের সাথে লিঙ্ক করেছেন? আপনি যদি এটি না করে থাকেন তবে অবিলম্বে এটি করুন অন্যথায় আপনার সমস্যা বাড়তে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগেও কয়েকবার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে সরকার। এবার এর সময়সীমা ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ, ৩১ মার্চ, ২০২২ এর মধ্যে আপনাকে অবশ্যই আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে হবে।
আগামী সময়সীমার মধ্যে যারা আধার ও প্যান কার্ড লিঙ্ক করবেন না, তাদের প্যান কার্ড আর কাজে লাগবে না। শুধু তাই নয়, কার্ডহোল্ডারকে এরজন্য জরিমানাও করা হতে পারে। শেষ তারিখের পরে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করলে ১০০০ টাকা জরিমানা হবে।
সেই ক্ষেত্রে আপনি কোনও একটি ইন্যাকটিভ বা নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করলে আপনাকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করায় যদি প্যান কার্ড লক হয়ে যায়, তাহলে আপনি এমন কোনও সুবিধার সুবিধা নিতে পারবেন না যেখানে প্যান কার্ড বাধ্যতামূলক। সুতরাং আপনি যদি এখনও প্যান-আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে এই কাজটি দ্রুত শেষ করুন।
আপনি যদি আধার-প্যান লিঙ্ক করতে না জানেন তাহলে চিন্তা করার প্রয়োজন নেই। এইভাবে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করুন। আয়কর ই-ফাইলিং পোর্টাল খুলুন https://incometaxindiaefiling.gov.in/। এতে রেজিস্টার করুন (যদি ইতিমধ্যে করা না থাকে)। আপনার PAN (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর) আপনার ইউজার আইডি হবে। ইউজার আইডি, পাসওয়ার্ড ও জন্ম তারিখ লিখে লগ ইন করুন। একটি পপ আপ উইন্ডো খুলবে যা আপনাকে আধারের সাথে আপনার প্যান লিঙ্ক করতে বলবে। পপ আপ উইন্ডো না খুললে মেনু বারে 'প্রোফাইল সেটিংস'-এ যান এবং 'লিঙ্ক আধার'-এ ক্লিক করুন। প্যান অনুসারে, নাম, জন্ম তারিখ এবং লিঙ্গের মতো বিশদ বিবরণ ইতিমধ্যে সেখানে উল্লেখ করা হবে। আপনার আধার ও প্যান কার্ডের বিবরণ যাচাই করুন। যদি বিষয়গুলি মিলে যায়, আপনার আধার নম্বর লিখুন ও Link Now বোতামে ক্লিক করুন৷ একটি পপ-আপ মেসেজ আপনাকে জানাবে যে আপনার আধার আপনার প্যানের সাথে সফলভাবে লিঙ্ক করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -