Loan Scam: কম সুদে ঋণের ফাঁদে পা দেননি তো, পরিচিতের কাছে যাবে অশ্লীল মেসেজ!
Cyber Fraud: অনেক সময় হঠাৎ টাকার (Money) প্রয়োজনে ঋণের দ্বারস্থ হই আমরা। সেক্ষেত্রে ব্যাঙ্ক (Bank) বা আর্থিক প্রতিষ্ঠান (NBFC) থেকে লোন (Loan) না পেয়ে বিকল্পের পথে হাঁটেন বহু মানুষ। পরবর্তীকালে যার ফল ভুগতে হবে আপনাকেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতারকরা(Loan Scam) আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বড় বিপদে ফলেতে পারে। সেই ক্ষেত্রে কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে। কীভাবে বুঝবেন প্রতারকরা লোন দেওয়ার নামে ফোন করছে ?
একটি ঋণ কেলেঙ্কারিতে একজন প্রতারক ব্যক্তিকে মিথ্যা আশা দিয়ে তাকে ফাঁদে ফেলে। দ্রুত ও সহজে কাঙ্খিত ঋণ পাওয়ার জন্য সেই ক্ষেত্রে সবাইকে ফাঁসানো হয়। প্রতারকরা টার্গেটের চাহিদার উপর ভিত্তি করে একটি প্রতারণামূলক পরিকল্পনা তৈরি করে।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে , একজন ব্যক্তি প্রতিষ্ঠিত ব্যাঙ্ক থেকে ঋণের জন্য আবেদন করলেই হয় না। ঋণ পেতে তার ভাল ক্রেডিট স্কোর থাকা উচিত। খুব অল্প সময়ের মধ্যে একটি বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হলে এই ধরনের আবেকারীদের টার্গেট করে প্রতারকরা। তাদের কয়েক মিনিটের মধ্যে প্রয়োজন অনুযায়ী ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
১ ঋণ প্রতারকরা নিয়ম না মেনে নো-স্ট্রিং-অ্যাডেড ক্রেডিট অফার করে দুর্বল ঋণগ্রহীতাদের ফাঁদে ফেলে। তারা এসএমএস, ইমেল বা ফোনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রায়শই আপনার তাত্ক্ষণিক ঋণ অনুমোদন করতে একটি অ্যাপ ডাউনলোড করতে বলবে।
২ অ্যাপটি ডাউনলোড করার পরে তারা আপনার ফোনের সব কিছু - আপনার সম্পূর্ণ পরিচিতি তালিকা, ফটো এবং ভিডিওগুলিতে অ্যাক্সেসের অনুরোধ করবে। শীঘ্রই আপনি আপনার আধার, প্যান, ঠিকানা এবং আপনার প্রয়োজনীয় পরিমাণের মতো মৌলিক বিবরণগুলি পূরণ করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে নগদ জমা দেখতে পাবেন।
৩ এই ঋণগুলি জটিল শর্তাবলীর অধীনে দেওয়া হয়। যার লুকোনো শর্ত আপনাকে জানানো হবে না। সেই ক্ষেত্রে কম সুদে প্রতিশ্রুতি দিয়ে ঋণগ্রহিতাকে ফাঁদে ফেলা হয়। এরপরই শুরু হয় আসল কারসাজি। পর ঋণদাতা জানায়, ওই সুদের পরিমাণ কেবল সীমিত সময়ের জন্য ছিল। তাই এবার বেশি হারে সুদ দিতে হবে তাকে।
৪ উচ্চ সুদের হারের পাশাপাশি প্রতারণামূলক তাত্ক্ষণিক ঋণ সংস্থাগুলি ঋণের টাকা পরিশোধ না করার জন্য দৈনিক ভিত্তিতে ভারী জরিমানা নেয়। সঙ্গে যোগ করা হয় উচ্চ প্রক্রিয়াকরণ ফি ও অন্যান্য জরিমানা । ৫ যদিও কিছু প্রতারক নির্দিষ্ট নথি যেমন - 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, আধার কার্ড এবং প্যানের ফটোকপি চায়, অন্যরা এই জাতীয় কোনও নথি চায় না। উভয় ক্ষেত্রেই, ঋণের পরিমাণ কয়েক মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হয়।
৬ মনে রাখবেন, অ্যাপগুলি একটি ঋণ দেওয়ার নামে আবেদনকারীর ফোন থেকে সমস্ত তথ্য নিয়ে নেয়। যা পরবর্তীকালে প্রতারক ব্যক্তিকে আরও বেশি অর্থ প্রতারণা করতে বা অন্যান্য আর্থিক অপরাধ করতে ব্যবহার করতে পারে সেই কারণেই এই প্রতারণা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -