LPG Booking Offers: রান্নার গ্যাসে রিটার্ন পাবেন ২০০ টাকা, এইভাবে নিন সুবিধা
ঘুর পথে কম দামে পেতে পারেন রান্নার গ্যাস। এলপিজি সিলিন্ডার কিনলে রয়েছে ক্যাশব্যাক অফার। অনলাইনে এই সুযোগ করে দিয়েছে কিছু কোম্পানি। জেনে নিন, কারা দিচ্ছে এই সুযোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত কয়েক বছরে ক্রমাগত বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির ধাক্কা টের পাচ্ছে মানুষ। সেই ক্ষেত্রে গ্যাস বুকিং করার সময় ২০ শতাংশের দুর্দান্ত ছাড় পাবেন গ্রাহক।
দেশে ক্রমবর্ধমান ডিজিটাইজেশনের সঙ্গ সঙ্গে অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করা গ্রাহকের সংখ্যা ক্রমাগত বেড়েছে। আজকাল অনেকেই Paytm, Freecharge, Bajaj Finserv App এর মাধ্যমে LPG বুকিং করছেন।
গ্রাহকদের তাদের দিকে আকৃষ্ট করতে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। এতে, আপনি ফ্রিচার্জ এবং বাজাজ ফিনসার্ভের মতো অ্যাপের মাধ্যমে বুকিং করার জন্য অনেক ডিসকাউন্ট অফার পাচ্ছেন। আপনি যদি এই অফারগুলির সুবিধা নিতে চান তবে এখানে সব বিবরণ পেয়ে যাবেন।
আপনি যদি Freecharge অ্যাপের মাধ্যমে প্রথমবার LPG বুক করতে যান, তাহলে আপনি ২০ শতাংশ ক্যাশব্যাক অর্থাৎ সর্বাধিক ২০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই অ্যাপটি আপনাকে ভারত গ্যাস (বিপিসিএল), এইচপি গ্যাস ও ইন্ডেন গ্যাস তিনটিই বুক করতে দেয়।
এর জন্য প্রথমে আপনি অ্যাপটি খুলুন ও তারপরে গ্যাস সরবরাহকারীর অপশনটি নির্বাচন করুন। এর পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন। এর পর আপনাকে পেমেন্ট করতে হবে। এর পরে আপনি নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিন।
ক্যাশব্যাক পেতে, আপনাকে GAS100-এর প্রোমোকোড লিখতে হবে। পেমেন্ট করার পরে, আপনার গ্যাস বুকিং হয়ে যাবে। বুকিংয়ের ২ দিনের মধ্যে ক্যাশব্যাকের টাকা আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
কদিন আগে থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তবে কমেনি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। পুরনো দামই রাখা হয়েছে এই সিলিন্ডারগুলির।
৬ জুলাই থেকে সারা দেশে ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পর থেকে চার মহানগরে গ্যাসের দামে পরিবর্তন হয়েছে। দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইতে এই দামে LPG সিলিন্ডার পাওয়া যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -