LPG Insurance Claim: ঘরে সিলিন্ডার বিস্ফোরণ হলেও রয়েছে ক্ষতিপূরণ, কী করতে হবে জানেন ?
LPG Price: গ্যাস সিলিন্ডারে দুর্ঘটনার শিকার হলে তেল কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারেন ? এই ক্ষেত্রে দুর্ঘটনায় আহতরা কীভাবে বিমা ক্ষতিপূরণ পেতে পারেন জানেন?
LPG
1/9
গ্যাস সিলিন্ডারে দুর্ঘটনার শিকার হলে তেল কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারেন ? এই ক্ষেত্রে দুর্ঘটনায় আহতরা কীভাবে বিমা ক্ষতিপূরণ পেতে পারেন জানেন?
2/9
বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলেও এমন প্রশ্ন ঘিরে থাকে আমাদের। অনেক গ্রাহকই জানেন না, এলপিজি কানেকশন নেওয়ার সময় আপনাকে একটি বিমা দেওয়া হয়। এটি এলপিজি বিমা কভার পলিসি নামে পরিচিত।
3/9
আপনার একটি ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটলেও তা কভার করার জন্য সরকার সিলিন্ডারে ৪০ লক্ষ টাকার দুর্ঘটনা কভার দিচ্ছে।
4/9
এলপিজি সংযোগ নেওয়ার সময়, পেট্রোলিয়াম সংস্থাগুলি গ্রাহককে ব্যক্তিগত দুর্ঘটনা কভার দেয়। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ বা বিস্ফোরণের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই বিমার জন্য পেট্রোলিয়াম সংস্থাগুলির বিমা সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে।
5/9
LPG বিমা কভারে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা হয়। গ্যাস সিলিন্ডারের কারণে যেকোনও দুর্ঘটনায় জীবনের সঙ্গে সম্পত্তির ক্ষতি হচ্ছে। গ্যাস সংযোগের পাশাপাশি, আপনি ৪০ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা পান।
6/9
এতে সিলিন্ডার বিস্ফোরণে কোনও ব্যক্তির মৃত্যু হলে আপনি ৫০ লাখ টাকা পর্যন্ত দাবি করতে পারেন। যদি এই দুর্ঘটনায় গ্রাহকের সম্পত্তি/বাড়ির ক্ষতি হয়, তাহলে প্রতি দুর্ঘটনায় ২ লাখ টাকা পর্যন্ত বিমা দাবি পাওয়া যায়।
7/9
এই ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, যার নামে সিলিন্ডারটি রয়েছে কেবলমাত্র সেই ব্যক্তিই বিমার টাকা পাবেন। এতে নমিনি করার কোনও সুযোগ নেই।
8/9
এই ক্ষেত্রে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আপনাকে আপনার ডিস্ট্রিবিউটর ও কাছের থানায় দুর্ঘটনার রিপোর্ট করতে হবে। গ্রাহককে এফআইআর-এর একটি কপি দেখাতে হবে।
9/9
মেডিক্যাল রসিদ, হাসপাতালের বিল, পোস্টমর্টেম রিপোর্ট ও মৃত্যুর ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দাবির জন্য থানায় নথিভুক্ত এফআইআর-এর একটি কপি দেখাতে হবে। গ্রাহককে সরাসরি বিমা কোম্পানির কাছে দাবির জন্য যোগাযোগ বা আবেদন করতে হবে না।
Published at : 10 Dec 2022 11:28 PM (IST)