NPS Account: NPS অ্যাকাউন্টে এবার করতে হবে এই কাজ, কী বদল এল নিয়মে ?
এনপিএস অ্যাকাউন্টের লগ ইন পদ্ধতিতে বদল আসতে চলেছে। আর এই নতুন এই নিয়ম আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) জানিয়েছে আগামী ১ এপ্রিল থেকে এনপিএসের নিরাপত্তা রক্ষার জন্য চালু করা হবে টু ফ্যাক্টর আধার অথেন্টিকেশন প্রক্রিয়া। ছবি- ফ্রিপিক
সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি (CRA)-তে লগ ইন করার জন্য এবার থেকে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগবে। এ বিষয়ে পেনশন ফান্ড রেগুলেটর একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। ছবি- ফ্রিপিক
এবার থেকে এনপিএস অ্যাকাউন্টের সংলগ্ন সিআরএ সিস্টেমে লগ ইন করতে গেলে কিছু অতিরিক্ত নিরাপত্তা বিধি মেনে চলেতে হবে। ছবি- ফ্রিপিক
এরপর থেকে CRA সিস্টেমে লগ ইন করতে গেলে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ছবি- গেটি
সেই ওটিপি বসালেই লগ ইন সম্ভব হবে। এর মাধ্যমে সিআরএ সিস্টেমে লগ ইন করা এখন আরও বেশি নিরাপদ হয়ে উঠেছে। ছবি- গেটি
এর জন্য প্রথমে NPS-এর অফিসিয়াল ওয়েবসাইট https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html যান। এরপর PRAIN/IPIN দিয়ে Login-এ ক্লিক করতে হবে। এর পরে আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে। ছবি- ফ্রিপিক
NPS আইডি এবং পাসওয়ার্ড লিখে নীচে দেওয়া ক্যাপচা বসাতে হবে নির্দিষ্ট জায়গায়। ছবি- ফ্রিপিক
এর পরে আধার যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। ছবি- ফ্রিপিক
সেই ওটিপি বসালেই একমাত্র সিআরএ সিস্টেমে লগ ইন করা সম্ভব। এতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -