NPS Account: টাকা জমা পড়েনি, নিষ্ক্রিয় হয়ে গিয়েছে NPS অ্যাকাউন্ট ? কীভাবে চালু করবেন ?
ন্যাশনাল পেনশন স্কিম একটি অবসরকালীন পেনশনকেন্দ্রিক সরকারি সঞ্চয় প্রকল্প। প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য সরকার এই স্কিম চালু করেছে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বের মধ্যে সবথেকে কম খরচের পেনশন স্কিম হল এই NPS যেখানে ফান্ড ম্যানেজমেন্ট ফি, অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ অনেক কম লাগে। ছবি- ফ্রিপিক
টায়ার ১ অ্যাকাউন্টের জন্য মাসে ৫০০ টাকা এবং টায়ার ২ অ্যাকাউন্টের জন্য মাসে ১০০০ টাকা জমা করতে হয় এনপিএসে অ্যাকাউন্ট চালু রাখার জন্য। ছবি- ফ্রিপিক
তবে কোনও টাকা জমা না পড়লে ট্রানসাকশান না হলে, অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায় এনপিএসের। সেই অ্যাকাউন্ট নতুন করে চালু করতে হয় কিছু পদ্ধতি মেনে। ছবি- ফ্রিপিক
যে কোনও এনপিএস অ্যাকাউন্ট চালু রাখার জন্য বছরে ৬০০০ টাকা রাখতেই হবে, নাহলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। ছবি- ফ্রিপিক
এক বছরের ন্যূনতম যে টাকা রাখতে হয় সেই টাকা জমা করে এবং ১০০ টাকা পেনাল্টি চার্জ দিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট আবার চালু করা যায়। ছবি- ফ্রিপিক
তবে অনলাইনেও এই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালু করা যায়। সেক্ষেত্রে ৫০০ টাকা জমা করতে হয় শুধু। ছবি- ফ্রিপিক
এই ৫০০ টাকা জমা করার পর CRA থেকে একটা ইমেলও পেয়ে যাবেন আপনি যা কিনা একটা কনফার্মেশন মেল। ছবি- ফ্রিপিক
তবে কেউ যদি এনপিএসের স্বাবলম্বন স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলেন, তাহলে মাত্র ২৫ টাকা জমা করলেই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট চালু করা যাবে। ছবি- ফ্রিপিক
ফলে অনলাইন এবং অফলাইন দুইভাবেই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার সুবিধা রয়েছে এনপিএসের ক্ষেত্রে। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -