PAN-Aadhaar linking: এবার লিঙ্ক না করলে জরিমানা ! আর্থিক লেনদেনে বাড়বে সমস্যা
৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের (PAN Card) সঙ্গে আধার (Aadhaar Card)লিঙ্ক না করলে ভুগতে হবে গ্রাহকদের। সেই ক্ষেত্রে সর্বশেষ কী হতে পারে আপনার ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআয়কর আইন 1961-এর 139AA ধারা অনুযায়ী, ৩১ মার্চ ২০২২-এর মধ্যে PAN-এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক৷ এর আগে কোভিডকালে মহামারীর কারণে আধার-প্যান লিঙ্ক করার তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
সরকারিভাবে ঘোষণা করা না হলেও মনে করা হচ্ছে, PAN-Aadhaar link সময়ের মধ্যে না করলে কাজ করবে না প্যান কার্ড। অথবা ১০০০ টাকা লেট ফি নেওয়া হতে পারে গ্রাহকদের থেকে। এরপরও কাজ না হলে আরও বড় পদক্ষেপ নিতে পারে সরকার।
ব্যাঙ্ক জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ না করলে ভুগতে হবে গ্রাহকদের। সেই ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড। এমনকী কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড ইন্যাক্টিভ থাকার ফলে অসুবিধা হবে গ্রাহকের।
সামাজিক মাধ্যমে ট্যুইট ছাড়াও ব্যাঙ্কের ওয়েবসাইটেও এই নিয়ে বার্তা দিয়েছে SBI। ব্যাঙ্ক বলেছে, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড জুড়লে তবেই ক্রেডিট কার্ডে অবিচ্ছিন্ন পরিষেবা পাওয়া যাবে।
PAN Card হল একটি ১০ সংখ্যার নম্বর। যা আয়কর বিভাগ দিয়ে থাকে। PAN আসলে একটি প্লাস্টিকের কার্ড যারমধ্যে আপনার গুরুত্বপূর্ণ আর্থিক নথি থাকে। আপনার PAN কার্ডের সঙ্গে ইতিমধ্যেই আধারের লিঙ্ক করা থাকলে তারও স্ট্যাটাস চেক করে নিন। বর্তমানে প্যান কার্ড সবার কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, আয়কর রিটার্ন দাখিল , ক্রেডিট বা ডেবিট কার্ডের জন্য আবেদন করা, এমনকী গাড়ি বিক্রি বা কেনার মতো অনেক গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের জন্য সক্রিয় প্যান কার্ড থাকা বাধ্যতামূলক৷ সরকার PAN কার্ডে কোনও ধরনের সমস্যা দেখলে 10,000 টাকা পর্যন্ট জরিমানাও ধার্য করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -