Pan Card Update: এখনও প্যান কার্ডের এই কাজ করেননি ? জরিমানার সঙ্গে ফ্রিজ হবে অ্যাকাউন্ট
এখনও প্যান কার্ড সংক্রান্ত এই কাজ না করলে সমস্যায় পড়বেন। আর্থিক লেনদেন বন্ধের পাশাপাশি দিতে হবে জরিমানা। জেনে নিন, কীভাবে পরিত্রাণ পেতে পারেন সমস্যা থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমান সময়ে আর্থিক লেনদেন করার জন্য প্যান কার্ড একটি অপরিহার্য নথি। সরকারি-বেসরকারি উভয় কাজের জন্য আপনার এটি অবশ্যই প্রয়োজন। তাই আপনার প্যান কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা উচিত, নয়তো 10,000 টাকা জরিমানাও হতে পারে আপনার।
আপনার যদি একাধিক প্যান কার্ড থাকে, তাহলে অবিলম্বে আপনার একটি প্যান কার্ড সারেন্ডার করুন। অন্যথায় আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হতে পারে।
অনেক সময় আমরা একবার PAN এর জন্য আবেদন করে না পেলে ফের আবেদন করি। সেই ক্ষেত্রে দুটি প্যান কার্ড চলে আসে আমাদের কাছে। অবলম্বে এই প্যান কার্ড সারেন্ডার করার কথা বলেছে সরকার।
আপনার ক্ষেত্রেও যদি এরকম কিছু হয়ে থাকে বা দুটি প্যান কার্ড থাকলে জরিমানার মুখে পড়বেন আপনি। এর পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে। তাই সময়মতো অতিরিক্ত প্যান কার্ড জমা দিন।
আয়কর আইন 1961-এর 272B ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তির দুটি প্যান কার্ড থাকলে তাঁকে 10,000 টাকা জরিমানা করা হবে। তাই আগে থাকতে সাবধান হোন।
প্যান কার্ড সারেন্ডার করতে প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে আপনাকে সাধারণ ফর্ম ডাউনলোড করতে হবে।
আপনি ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটি ডাউনলোড করতে পারেন ও লিঙ্কে ক্লিক করে নতুন প্যান কার্ডের অনুরোধ বা প্যান ডেটাতে পরিবর্তন বা সংশোধন করতে পারেন। এগুলি ছাড়াও ফর্মটি পূরণ করুন ও যেকোনও NSDL অফিসে জমা দিন।
ফর্ম জমা দেওয়ার সময় আপনাকে আরেকটি প্যান কার্ড জমা দিতে হবে। আপনি অনলাইনেও এই প্রক্রিয়াটি করতে পারেন।
তাই দুটো প্যান কার্ড থাকলে নিজের ও পরিবারের কথা মাথায় রেখে আর সারেন্ডার করতে দেরি করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -