Pension Rule: কত দিন পেনশন না তুললে সরকার আপনাকে মৃত বলে গণ্য করবে, নিয়ম কী রয়েছে ?

Pension: নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিতভাবে পেনশন তুলতে হয় পেনশনভোগীকে। কী নিয়ম রয়েছে জানেন ?

Continues below advertisement

পেনশন কতদিন না তুললে বন্ধ হয়ে যায় ?

Continues below advertisement
1/9
দেশ জুড়ে বহু কোটি লোকের দৈনন্দিন জীবিকা নির্বাহ হয় পেনশনের উপরে ভিত্তি। বেশিরভাগ বয়স্ক ও অবসরপ্রাপ্ত কর্মচারী এভাবেই জীবনধারণ করেন।
2/9
তবে দেশে পেনশন সংক্রান্ত বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। আপনি কি জানেন কোনও পেনশনভোগী যদি কয়েক মাস ধরে পেনশনের টাকা না তোলেন, তাহলে তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয় ?
3/9
এই অবস্থায় সেই ব্যক্তির পেনশন বন্ধও হয়ে যেতে পারে। আবার পেনশন চালু করতে হলে আপনাকে পুরনো প্রক্রিয়াটি আবার পেরোতে হবে।
4/9
অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিতভাবে পেনশন তুলতে হয় পেনশনভোগীকে। এই নিয়ম অনুসারে বলা হয়েছে যদি কেউ ৬ মাস বা তার বেশি সময় ধরে পেনশন না তোলেন তাহলে সেই পেনশন বন্ধ হয়ে যাবে।
5/9
অনেক সময় এই তথ্যের ভিত্তিতেই সরকারি রেকর্ডে সংশ্লিষ্ট ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয় আর তাঁর পেনশন বন্ধ করে দেওয়া হয়।
Continues below advertisement
6/9
জালিয়াতি রোধ করতে এবং রেকর্ড সঠিক রাখার জন্য এই কাজ করা হয় সরকারি তরফে।
7/9
যদি এই কারণে কোনও ব্যক্তির পেনশন বন্ধ করে দিয়ে থাকে সরকার, তাহলে তাঁকে আবার আবেদন করে তা চালু করতে হবে।
8/9
পুনরায় পেনশনের সুবিধে চালু করার জন্য প্রয়োজনীয় কিছু প্রক্রিয়া মেনে চলতে হবে। প্রথমে তাঁকে তাঁর ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে তাঁর জীবিত থাকার প্রমাণ দিতে হবে।
9/9
এর জন্য সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট। এটি আধার ভিত্তিক বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমেও পাঠানো যেতে পারে। এর সঙ্গে স্পষ্টভাবে একটি আবেদনপত্র পাঠাতে হবে যাতে উল্লেখ করতে হবে যে কেন পেনশন তোলা হয়নি এত দীর্ঘ সময়।
Sponsored Links by Taboola