PM Kisan Scheme: অপেক্ষার পালা শেষ ! এই দিন অ্যাকাউন্টে আসবে ১০ম কিস্তির টাকা
PM Kisan Status: অবশেষে কৃষকদের জন্য আসতে চলেছে সুখবর। আপনি যদি PM কিষাণ সম্মান নিধি স্কিমের (pm kisan samman nidhi) দশম কিস্তির জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে শীঘ্রই টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই দশম কিস্তি তারিখ ঘোষণা করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই সরকার সুবিধাভোগীদের মেসেজ করে এই বিষয়ে তথ্য দিয়েছে। কোন দিন আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে তাও জানা উচিত আপনার।
নতুন বছরে অর্থাৎ ১ জানুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে ১০ম কিস্তির টাকা চলে আসবে। দুপুর ১২টায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই একই দিনে কৃষক উৎপাদক সংস্থাগুলিকে ইক্যুইটি অনুদানও দেওয়া হবে।
এই অনুষ্ঠানে অংশ নিতে কৃষকরা এই ওয়েবসাইট pmindiawebcast.nic.in বা দূরদর্শনের মাধ্যমে যোগ দিতে পারেন।
যারা আয়কর দেন তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পাবেন না। এছাড়াও, ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টের মতো পেশাদাররাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
এই স্কিমের সুবিধা নিতে, আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া উচিত। এছাড়াও ২ হেক্টর চাষযোগ্য জমি থাকা প্রয়োজন। যে সব কৃষকদের চাষযোগ্য জমি নেই তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
কৃষকদের আয় বাড়াতে এই সরকারি প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের অধীনে কৃষকদের অ্যাকাউন্টে বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়। সরকার এই স্কিমে ২০০০ টাকার তিনটি কিস্তি দিয়ে থাকে৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -