বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে লাভই লাভ ! বিদ্যুৎও ফ্রিতে ! কারা পাবেন ?

পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সম্প্রতি জানিয়েছে, আত্মপ্রকাশের প্রথম বছরের মধ্যেই ৮ লাখ ৪৬ হাজার পরিবারকে উপকৃত করেছে প্রধানমন্ত্রী সূর্য ঘর : বিনামূল্যে বিদ্যুৎ যোজনা প্রকল্পটি (PM Surya Ghar Muft Bijli Yojana PMSGMBY)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এই প্রকল্পটি বাড়ির ছাদে ভর্তুকিযুক্ত সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে, তাদের বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

সৌরবিদ্যুৎ প্রকল্পের জনপ্রিয়তা সৃষ্টিতে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজ্যে রাজ্যে। যে পাঁচটি রাজ্য ছাদের উপর সোলার প্যানেল ইনস্টলেশনে এখনও অবধি অগ্রণী সেগুলি হল, গুজরাত (৪১.৪৭ শতাংশ), মহারাষ্ট্র (২২.৭৯ শতাংশ)।
তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ (৮.৬৯ শতাংশ)। কেরালা (৭.৭৩ শতাংশ) ও রাজস্থান (৩.১৪ শতাংশ) রয়েছে পরের দুটি স্থানে। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি এই প্রকল্পটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবারগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। PMSGMBY, বিশ্বের বৃহত্তম এই সৌর উদ্যোগে, ২০২৭ সালের মার্চের মধ্যে এক কোটি পরিবারকে সৌরশক্তি সরবরাহ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
মন্ত্রক সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দে্য়। এখনও পর্যন্ত ৫.৫৪ লাখ আবাসিক গ্রাহককে কেন্দ্রীয় আর্থিক সহায়তা হিসেবে ৪,৩০৮.৬৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার গড় ভর্তুকি প্রতি পরিবার প্রতি ৭৭,৮০০ টাকা। উপরন্তু, আনুমানিক ৪৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল শূন্য, তাদের সৌর বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহারের ধরনের উপর নির্ভর করে।
এবার দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে কী করতে হবে ?
প্রথমে https://pmsuryaghar.gov.in/- এ যান। এরপরে উপরে দেখতে পাবেন কনজি়উমার অপশনটি। মাউসের কারসর নিয়ে গেলে “Apply Now” দেখতে পাবেন। দেখতে পাবেন How To Apply বা Benefits - এর মতো বিকল্পগুলিও।
অ্যাপ্লাই নাও- এই বিকল্পটিতে ক্লিক করলে আপনার বৈধ মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট একটি জায়গা দেখতে পাবেন। ক্যাপচা পূরণ করুন এবং Yes, I have read all the guidelines of PM Surya Ghar Muft Bijli Yojana.” এই জায়গাটিতে ক্লিক করুন। তারপর ক্লিক করুন “Verify”-এ।
এবার আপনার মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে একটি OTP বা পাসওয়ার্ড আসবে। ওটিপি দিয়ে লগ ইনে ক্লিক করুন। লগ ইন সফল হওয়ার পর প্রোফাইল ডিটেল এন্টার করুন। গ্রাহকের বৈধ নাম, ইমেল আইডি, ঠিকানা, জেলা, রাজ্য, পিন কোড ইত্যাদি সঠিকভাবে লিখুন নির্দিষ্ট জায়গায়। তারপর একবার দেখে নিয়ে ক্লিক করুন সেভ অপশনে।
কয়েকটি ধাপের পর আপনার বাড়ির ছাদের ছবির বিকল্প সিলেক্ট করতে হবে। আরও কয়েকটি প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে আপনাকে। তারপরে একটি অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাবেন আপনি।
“Apply for Solar Rooftop” বা ভেন্ডর বিকল্পের মাধ্যমেও এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। দুটি পদ্ধতিতেই নির্দিষ্ট নিয়ম মেনে অনলাইনে আবেদন করার পর যা যাচাইকরণের জন্য যাবে।
আবেদনের সময় শুধুমাত্র ব্যাঙ্ক-সম্পর্কিত নথি (যেমন ক্যানসেলড চেক/পাসবুকের কপি ইত্যাদি) বাধ্যতামূলক। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিসকম বিদ্যুৎ বিলে গ্রাহকের নাম অবশ্যই এক হতে হবে। পদ্ধতিটি সম্পর্কে বিস্তারিত জানতে pmsuryaghar.gov.in- এ উপলব্ধ গ্রাহক ম্যানুয়াল বা ট্রেনিং ভিডিওটি দেখে নিতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -