PM Viksit Bharat Rozgar Yojana: মোদি সরকারের বড় উদ্যোগ, ১ অগাস্ট থেকে প্রথমবারের কর্মীরা পাবেন ১৫,০০০ টাকা, কীভাবে ?

PM Viksit Bharat Rozgar Yojana: মন্ত্রক জানিয়েছে, ইপিএফওতে রেজিস্টার্ড প্রথমবারের কর্মচারীদের লক্ষ্য করে এই প্রকল্পটি দুই কিস্তিতে ১৫,০০০ টাকা পর্যন্ত এক মাসের ইপিএফ মজুরি দেবে।

১৫ হাজার টাকা করে পাবেন এই কর্মীরা।

1/8
শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে , নতুন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (পিএম-ভিবিআরওয়াই) এর আওতায় ইপিএফওতে রেজিস্টার্ড প্রথমবারের কর্মচারীরা ১ আগস্ট থেকে ১৫,০০০ টাকা উপার্জন করবেন। এই বিষয়ে আগেই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ (ইএলআই) প্রকল্প সম্পর্কিত পিএম-ভিবিআরওয়াই ৯৯,৪৪৬ কোটি টাকা ব্যয়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
2/8
মন্ত্রক জানিয়েছে, ইপিএফওতে রেজিস্টার্ড প্রথমবারের কর্মচারীদের লক্ষ্য করে এই প্রকল্পটি দুই কিস্তিতে ১৫,০০০ টাকা পর্যন্ত এক মাসের ইপিএফ মজুরি দেবে। প্রথম কিস্তি ছয় মাসের চাকরির পরে ও দ্বিতীয় কিস্তি কর্মচারীর ১২ মাসের চাকরি ও ফিন্য়ান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম সম্পন্ন করার পরে দেওয়া হবে।
3/8
এই প্রকল্পটি ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত ব্যক্তিদের জন্য দেবে সরকার। এটি ব্যক্তিদের মধ্যে সঞ্চয়ের অভ্যাসকেও উৎসাহিত করবে। এর জন্য ইনসেনটিভের একটি অংশ একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি সঞ্চয়পত্র বা সেভিংস অ্যাকাউন্টে রাখা হবে ও পরবর্তী সময়ে কর্মচারী তা তুলতে পারবেন।
4/8
এই প্রকল্পটি নিয়োগকর্তাদের নতুন কর্মসংস্থান তৈরিতেও উৎসাহিত করবে। পাশাপাশি উৎপাদন খাতের উপর বিশেষ মনোযোগ দিয়ে বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সুবিধা প্রদানের লক্ষ্য রেখে এগোবে।
5/8
নিয়োগকর্তাদের জন্য এই প্রকল্পটি উৎপাদন খাতের উপর বিশেষ মনোযোগ দিয়ে সকল ক্ষেত্রে অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টিকে অন্তর্ভুক্ত করবে। নিয়োগকর্তারা ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই ইনসেনটিভ পাবেন। সরকার কমপক্ষে ছয় মাস ধরে স্থায়ী কর্মসংস্থানপ্রাপ্ত প্রতিটি অতিরিক্ত কর্মচারীর জন্য দুই বছরের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ দেবে, এমনই জানিয়েছে মন্ত্রক। প্রোডাকশন খাতের জন্য এই ইনসেনটিভ তৃতীয় ও চতুর্থ বছর পর্যন্ত বাড়ানো হবে।
6/8
এই প্রকল্পটি পেতে EPFO-রেজিস্টার্ড প্রতিষ্ঠানগুলিকে কমপক্ষে ছয় মাসের জন্য স্থায়ী ভিত্তিতে কমপক্ষে দুজন অতিরিক্ত কর্মচারী (৫০ জনের কম কর্মচারী সহ নিয়োগকর্তাদের জন্য) অথবা পাঁচজন অতিরিক্ত কর্মচারী (৫০ বা তার বেশি কর্মচারী সহ নিয়োগকর্তাদের জন্য) নিয়োগ করতে হবে।
7/8
PM-VBRY প্রকল্পের লক্ষ্য হল, ২ বছরের মধ্যে দেশে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা। এর মধ্যে ১.৯২ কোটি সুবিধাভোগী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। এই প্রকল্পের সুবিধা ১ অগাস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭ সালের মধ্যে সৃষ্ট কর্মসংস্থানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
8/8
আধার ব্রিজ পেমেন্ট সিস্টেম (ABPS) ব্যবহার করে DBT (ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার) মোডের মাধ্যমে প্রথমবারের মতো কর্মচারীদের টাকা দেওয়া হবে। তবে নিয়োগকর্তাদের অর্থ সরাসরি তাদের প্যান-লিঙ্কযুক্ত অ্যাকাউন্টে পাঠানো হবে। এমনই জানিয়েছে মন্ত্রক।
Sponsored Links by Taboola