PM Viksit Bharat Rozgar Yojana: প্রথম চাকরি পেলেই সরকার দেবে ১৫০০০ টাকা ! কারা, কীভাবে পাবেন ?
Rozgar Yojana: এই যোজনার অধীনে সরকার ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে যার ফলে দেশের ৩.৫ কোটি যুবক উপকৃত হবেন।
এই যোজনার অধীনে কীভাবে ১৫ হাজার টাকা মিলবে ?
1/10
গতকাল স্বাধীনতা দিবসের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত রোজগার যোজনার কথা ঘোষণা করেছেন যার অধীনে বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া যুবকদের সরকারের তরফে দেওয়া হবে ১৫০০০ টাকা।
2/10
এই যোজনার অধীনে সরকার ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে যার ফলে দেশের ৩.৫ কোটি যুবক উপকৃত হবেন।
3/10
এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এমন সংস্থাকেও প্রণোদনা দেওয়া হবে। এই প্রকল্প দুটি ভাগে বিভক্ত রয়েছে।
4/10
প্রথম ভাগ ‘ক’-এর অধীনে রয়েছেন প্রথমবার চাকরি পাওয়া যুবকেরা। আর দ্বিতীয় ভাগে রয়েছে নিয়োগকর্তা সংস্থাগুলি।
5/10
প্রথমবার যে যুবকের ইপিএফও অ্যাকাউন্ট খোলা হবে সেই অ্যাকাউন্টেই দুটি মাসিক কিস্তিতে এই ১৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
6/10
যাদের বেতন সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তারাই এই প্রকল্পের অধীনে ১৫ হাজার টাকা পাওয়ার যোগ্য হবেন।
7/10
প্রথম কিস্তি দেওয়া হবে ৬ মাস চাকরি করার পরে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে চাকরিক্ষেত্রে ১২ মাস অতিক্রান্ত করার পরে।
8/10
আর নিয়োগকর্তাদেরও প্রত্যেক অতিরিক্ত কর্মীর জন্য (যারা কমপক্ষে ৬ মাস একটানা কাজ করবেন) প্রতি মাসে ৩ হাজার টাকা করে ২ বছর পর্যন্ত দেওয়া হবে সরকারের তরফে।
9/10
আর এক্ষেত্রে ইপিএফওতে নিবন্ধীত সংস্থাগুলিকে অবশ্যই ৬ মাসের জন্য টানা কমপক্ষে অতিরিক্ত ২ জন (৫০ জনের কম কর্মীসংখ্যার ক্ষেত্রে) আর কমপক্ষে ৫ জন (৫০ বা তাঁর বেশি কর্মীসংখ্যার ক্ষেত্রে) অতিরিক্ত কর্মী নিতে হবে।
10/10
image 10
Published at : 16 Aug 2025 02:42 PM (IST)