Post Office Rules: এই পরিমাণ টাকা তুললে দিতে হবে চার্জ, নতুন নিয়ম পোস্ট অফিসে
Continues below advertisement
Post_Office
Continues below advertisement
1/8

India Post Update: বদলে যাচ্ছে পোস্ট অফিসের নানা স্কিম। ১ এপ্রিল থেকে প্রযোজ্য হবে এই নিয়ম। এবার থেকে নতুন নিয়ম মেনে গ্রাহকদের 'টাইম ডিপোজিট অ্যাকাউন্ট' করতে হবে। পাশাপাশি সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম ও মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে আপনাকে একটি সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে।
2/8
Post Office Rules: এর আগে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সীমাহীন বিনামূল্যে লেনদেনের সুবিধা ছিল। কিন্তু এখন থেকে গ্রাহক কেবল তিনবার বিনামূল্যে লেনদেন করতে পারবেন । তিনটি বিনামূল্যের লেনদেনের ক্ষেত্রে মিনি স্টেটমেন্ট, নগদ উত্তোলন ও নগদ জমার সুবিধা রয়েছে। তবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিনামূল্যের সীমা শেষ হয়ে যাওয়ার পরে, প্রতিটি লেনদেনে চার্জ দিতে হবে।
3/8
India Post Update: এবার থেকে সুদের টাকা নগদে হাতে পাবেন না বিনিয়োগকারীরা। কিছু স্কিমের ক্ষেত্রে এই নিয়ম জারি করেছে ইন্ডিয়া পোস্ট (India Post)। ১ এপ্রিল থেকে মান্থলি ইনভেস্টেমেন্ট স্কিম (MIS),সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS), টাইম ডিপোজিট অ্যাকাউন্ট(TD)-এর টাকা আর নগদে নিতে পারবেন না আমানতকারীরা। পরিবর্তে সরাসরি সুদের টাকা সেভিংস অ্যাকাউন্টে পাঠাবে সরকার। এই সংশোধিত নির্দেশিকা প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এই ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক সুদের টাকার ক্ষেত্রে একই নিয়ম রেখেছে কর্তৃপক্ষ।
4/8
নতুন নিয়ম অনুসারে পোস্ট অফিসের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে এক মাসে 25,000 টাকা তোলার জন্য কোনও চার্জ লাগবে না। এরপরে, গ্রাহক যদি টাকা তোলে তাহলে তাকে সর্বনিম্ন 25 টাকা বা মোট তোলার পরিমাণের ওপর 0.5 শতাংশ চার্জ দিতে হবে।
5/8
নতুন নিয়ম মেনে গ্রাহক যদি মাসে 10,000 টাকা পর্যন্ত নগদ জমা করেন, তবে কোনও চার্জ লাগবে না। আপনি যদি এর থেকে বেশি জমা করেন, তাহলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিটের উপর ন্যূনতম 25 টাকা চার্জ করা হবে।
Continues below advertisement
6/8
Post Office Schemes: সরকারি সুরক্ষা ও ব্যাঙ্কের থেকে বেশি সুদের হার হওয়ার কারণে এমনিতেই পোস্ট অফিসে লগ্নি করেন বহু আমানতকারী। মূলত, নিরাপদ আর্থিক ভবিষ্যতের কথা ভেবেই এই কাজ করেন বিনিয়োগকারীরা।
7/8
সেই ক্ষেত্রে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম, মান্থলি ইনভেস্টেমেন্ট স্কিম (MIS),টাইম ডিপোজিট অ্যাকাউন্টে টাকা রাখেন তাঁরা।
8/8
এইসব ক্ষেত্রেই সাধারণ ব্যাঙ্কের থেকে সুদের হার বেশি থাকে পোস্ট অফিসের। সেই কারণেই পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের জনপ্রিয়তা রয়েছে গ্রাহকদের মনে।
Published at : 15 Mar 2022 11:14 PM (IST)