PPF Closure : মেয়াদশেষের আগে PPF অ্যাকাউন্ট বন্ধ করতে চান, কী আছে নিয়ম
মেয়াদপূরণের আগেও বন্ধ করতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। সেই ক্ষেত্রে মেনে চলতে হবে কিছু নির্দিষ্ট শর্ত। জেনে নিন, কী সেই নিয়মাবলী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি এতে ভাল রিটার্ন ও ট্যাক্স সেভিংয়ের সুবিধা পাবেন। যে কারণে পিপিএফ-এ বিনিয়োগকারীর সংখ্যা বেড়েই চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে, পিপিএফ-এ বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
পিপিএফ অ্যাকাউন্ট পোস্ট অফিসে বা যেকোনওব্যাঙ্কের শাখায় খোলা যেতে পারে। প্রতি বছর PPF অ্যাকাউন্টে সর্বনিম্ন ৫০০ টাকা সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে।
PPF অ্যাকাউন্টহোল্ডার বছরে PPF অ্যাকাউন্ট থেকে ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন। PPF অ্যাকাউন্ট প্রথম ৬ বছরের জন্য সম্পূর্ণরূপে লক করা থাকে।
যদি কোনও ব্যক্তিকে ২০২০-২০২১ আর্থিক বছরে বিনিয়োগ শুরু করতে হয়, তবে তিনি জরুরি পরিস্থিতিতে ২০২৫-২০২৬ এর পরেই টাকা তুলতে পারবেন। সময়ের আগে টাকা তুলে নিলেও আপনাকে কোনও কর দিতে হবে না।
যদি পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়, তবে 7 বছরের এই শর্তটি অ্যাকাউন্টহোল্ডারের মনোনীত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। নমিনি যেকোনও সময় টাকা তুলতে পারবেন।
অনেক সময় গ্রাহকরা ১৫ বছরের আগেও তাদের পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। যদি অ্যাকাউন্টধারক বা নির্ভরশীলদের জীবন-হুমকির অসুস্থতা থাকে বা উচ্চ শিক্ষার জন্য অর্থের প্রয়োজন হয় তবে পিপিএফ অ্যাকাউন্ট অকালে বন্ধ হয়ে যেতে পারে।
যদি মেয়াদপূর্তির আগে এটি বন্ধ করা হয়, তাহলে খোলার তারিখ থেকে বন্ধ হওয়ার তারিখ পর্যন্ত ১ শতাংশ সুদ কেটে নেওয়া হয়।
আপনি সময়ের আগেই পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য আপনাকে ফর্ম সি জমা দিতে হবে। এই ফর্ম পোস্ট অফিস ও ব্যাঙ্কে পাওয়া যায়। ফর্মে, আপনাকে অ্যাকাউন্ট নম্বর ও আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা পূরণ করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -