PPF Rules: বিনিয়োগে ভরসা PPF? সেখানে এই ভুল হচ্ছে না তো?
বিনিয়োগের জন্য অন্যতম ভরসার জায়গা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। ভাল সুদের হার এবং আমানতের সুরক্ষা, এই দুটি কারণেই পছন্দ PPF
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘমেয়াদি বিনিয়োগগুলির মধ্যে অন্যতম PPF, এখন এতে সুদের পরিমাণ ৭.১ শতাংশ। দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণে রিটার্নও ভাল মেলে।
অন্তত ১৫ বছরের জন্য জমাতেই হয় PPF. এক বছরে সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবেন উপভোক্তা।
PPF অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হয়। কিছু কিছু ভুল করলে PPF অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা Deactivate হয়ে যায়।
একজন ব্যক্তি একটিমাত্র PPF অ্যাকাউন্ট খুলতে পারেন। একাধিক PPF অ্যাকাউন্ট খোলা যায় না।
যদি কোনও দম্পতির এক সন্তান থাকেন, সেই সন্তানের জন্য একজন অভিভাবক PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন। ২জনে আলাদা করে একই সন্তানের জন্য PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
একটি আর্থিক বছরে মোট দেড় লক্ষ টাকা পর্যন্ত জমানো যায় একটি PPF অ্যাকাউন্টে, তার চেয়ে বেশি টাকা দিয়ে ফেললে সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।
জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে PPF অ্যাকাউন্ট খোলা যায় না। এমনটা করলেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিস সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে
অন্তত ১৫ বছরের জন্য একটি পিপিএফ অ্যাকাউন্ট চালাতে হয়। তারপরে বিনিয়োগ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দফায় দফায় সেটির মেয়াদ বৃদ্ধি করা যায়।
কিন্তু তার জন্য আগে থেকে আবেদন করতে হয়, ব্য়াঙ্ক বা পোস্ট অফিসে না জানিয়ে বিনিয়োগ চালিয়ে গেলে ওই অ্যাকাউন্ট Inactive করে দেওয়া হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -