PMJJBY Account: কীভাবে পাবেন জীবন জ্যোতি বিমার কভারেজের টাকা ? কী কী নথি লাগে ?
জীবনবিমাকে সহজলভ্য করার জন্য এবং আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ২০১৫ সালে কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাসে মাত্র ৪৩৬ টাকা করে জমালে পলিসিহোল্ডারের মৃত্যুতে তাঁর পরিবার তথা মৃতের নমিনি এই বিমা প্রকল্পের অধীনে ২ লক্ষ টাকা পাবেন।
১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষেরা এই বিমার আওতায় আসতে পারেন। প্রতি বছর এই বিমা রিনিউ করাতে হয়।
তবে পলিসিহোল্ডারের মৃত্যু হলে সেই বিমা কভারেজের টাকা কীভাবে পাবেন ? কী পদ্ধতি ? কী কী নথিই বা জমা দিতে হয় ?
প্রথমত বিমা শুরু করার বা রিনিউ করার ৩০ দিনের মধ্যে পলিসিহোল্ডারের মৃত্যু হলে কোনও টাকা পাওয়া যাবে না।
মৃত্যুর পর মৃতের নমিনিকে মৃত্যুর ৩০ দিনের মধ্যে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যেখানে পলিসি করানো আছে, সেখানে গিয়ে নথি জমা করতে হবে এবং ক্লেইম-কাম-ডিসচার্জ ফর্ম জমা করতে হবে।
ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে মৃত্যুর প্রমাণ (Death Certificate), নমিনির আধার ও প্যান নম্বর প্রাথমিকভাবে প্রয়োজন হয়।
এছাড়া দরকার হয় ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবইয়ের প্রথম দুই পাতার প্রতিলিপি, নমিনি ছাড়া অন্য কেউ টাকা দাবি করলে তাঁর সঙ্গে মৃতের সম্পর্কের খতিয়ান দেখাতে হয়।
এরপর নথি সহ ক্লেইমের ফর্ম জমা করলে সেই আবেদন বিমা সংস্থা ভালভাবে যাচাই করার পর কভারেজের টাকা পোস্ট অফিস বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।
নথি ঠিক থাকলে অন্য কোনও সমস্যা না থাকলে ক্লেইমের আবেদন করার ৭ দিনের মধ্যেই কভারেজের টাকা ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে ঢুকে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -