Pradhan Mantri Mudra Yojona : ব্যবসা করতে চান ? ১০ লক্ষ পর্যন্ত ঋণ মিলবে এই সরকারি প্রকল্পে
২০১৫ সালে কেন্দ্র সরকারের তরফে চালু করা হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যে প্রকল্পের অধীনে নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন আপনি। ছবি- পিক্সাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিতে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে এই প্রকল্প চালু করা হয়েছিল। ছবি- পিক্সাবে
এই পিএম মুদ্রা যোজনার অধীনে শিশু ঋণে ৫০ হাজার টাকা, কিশোর ঋণে ৫ লক্ষ টাকা এবং তরুণ ঋণে ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে সরকারি তরফে। ছবি- পিক্সাবে
ঋণের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। ব্যাঙ্ক ডিফল্ট হিস্ট্রি অর্থাৎ আগে ঋণ নিয়ে শোধ দিতে পারেননি এমন ঘটনা থাকলে ঋণ পাবেন না। ছবি- ফ্রিপিক
আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ২৪ বছরের উর্ধ্বে এবং ৭০ বছরের মধ্যে বয়স হলেই যে কেউ এই ঋণের জন্য আবেদন করতে পারেন। ছবি- ফ্রিপিক
আধার কার্ড, ভোটার বা প্যান কার্ড, ব্যবসার প্রমাণপত্র আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগে এই প্রকল্পের অধীনে ঋণের আবেদনের জন্য। এর সঙ্গে দু'বছরের আয়কর রিটার্নের নথিও জমা করতে হয়। ছবি- ফ্রিপিক
এই ঋণের জন্য আবেদন করতে প্রথমে আপনাকে udyamimitra.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর তার হোম স্ক্রিনে Apply Now অপশনে ক্লিক করতে হবে। ছবি- পিটিআই
এই অপশনের মধ্যে তিনটে অপশন দেখাবে- New Entrepreneur, Existing Entrepreneur এবং Self Employed। এর মধ্যে নিজের জন্য উপযুক্ত বিকল্প বেছে নিতে হবে। ছবি- পিটিআই
নতুন রেজিস্ট্রেশনের সময় নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হয়। ওটিপি জেনারেট হলে, সেই ওটিপি বসিয়ে রেজিস্টার করতে হয়। ছবি- পিক্সাবে
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ঋণ নিলে তার জন্য কোনও কো-ল্যাটারাল লাগে না, কিছু বন্ধক রাখতে হয় না। এমনকী কোনও প্রসেসিং চার্জও লাগে না। ১২ মাস থেকে ৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করা যায়। ছবি- পিক্সাবে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -