Pradhan Mantri Mudra Yojona : ব্যবসা করতে চান ? ১০ লক্ষ পর্যন্ত ঋণ মিলবে এই সরকারি প্রকল্পে

PMMY Loan Scheme: ২০১৫ সালে কেন্দ্র সরকারের তরফে চালু করা হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যে প্রকল্পের অধীনে নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন আপনি।

ছবি সৌজন্য- পিক্সাবে

1/10
২০১৫ সালে কেন্দ্র সরকারের তরফে চালু করা হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যে প্রকল্পের অধীনে নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন আপনি। ছবি- পিক্সাবে
2/10
দেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিতে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে এই প্রকল্প চালু করা হয়েছিল। ছবি- পিক্সাবে
3/10
এই পিএম মুদ্রা যোজনার অধীনে শিশু ঋণে ৫০ হাজার টাকা, কিশোর ঋণে ৫ লক্ষ টাকা এবং তরুণ ঋণে ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে সরকারি তরফে। ছবি- পিক্সাবে
4/10
ঋণের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। ব্যাঙ্ক ডিফল্ট হিস্ট্রি অর্থাৎ আগে ঋণ নিয়ে শোধ দিতে পারেননি এমন ঘটনা থাকলে ঋণ পাবেন না। ছবি- ফ্রিপিক
5/10
আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ২৪ বছরের উর্ধ্বে এবং ৭০ বছরের মধ্যে বয়স হলেই যে কেউ এই ঋণের জন্য আবেদন করতে পারেন। ছবি- ফ্রিপিক
6/10
আধার কার্ড, ভোটার বা প্যান কার্ড, ব্যবসার প্রমাণপত্র আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগে এই প্রকল্পের অধীনে ঋণের আবেদনের জন্য। এর সঙ্গে দু'বছরের আয়কর রিটার্নের নথিও জমা করতে হয়। ছবি- ফ্রিপিক
7/10
এই ঋণের জন্য আবেদন করতে প্রথমে আপনাকে udyamimitra.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর তার হোম স্ক্রিনে Apply Now অপশনে ক্লিক করতে হবে। ছবি- পিটিআই
8/10
এই অপশনের মধ্যে তিনটে অপশন দেখাবে- New Entrepreneur, Existing Entrepreneur এবং Self Employed। এর মধ্যে নিজের জন্য উপযুক্ত বিকল্প বেছে নিতে হবে। ছবি- পিটিআই
9/10
নতুন রেজিস্ট্রেশনের সময় নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হয়। ওটিপি জেনারেট হলে, সেই ওটিপি বসিয়ে রেজিস্টার করতে হয়। ছবি- পিক্সাবে
10/10
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ঋণ নিলে তার জন্য কোনও কো-ল্যাটারাল লাগে না, কিছু বন্ধক রাখতে হয় না। এমনকী কোনও প্রসেসিং চার্জও লাগে না। ১২ মাস থেকে ৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করা যায়। ছবি- পিক্সাবে
Sponsored Links by Taboola