Indian Railways: ট্রেনে লাগেজ বেশি হলেই আলাদা চার্জ, কোন কোচে কত ভাড়া জানেন ?
আপনার অতিরিক্ত মালপত্রের কারণে সমস্যা হচ্ছে অন্যান্যদের। সব যাত্রীদের ট্রেন সফরে সুস্থ পরিষেবা দিতে তাই নতুন নিয়ম করল ভারতীয় রেল (Indian Railways)। জেনে নিন ট্যুইটে কী বলেছে রেল মন্ত্রক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার থেকে রেল সফরে অতিরিক্ত মালপত্র করলেই বাড়তে পারে যাতায়াত ভাড়া। যাত্রীদের লাগেজ নিয়ে বার্তা দিয়েছে ভারতীয় রেল।
যেখানে বলা হয়েছে, অতিরিক্ত ব্যাগেজের ক্ষেত্রে পার্সেল অফিস থেকে লাগেজ বুক করতে হবে যাত্রীদের। ফলত, টিকিটের পাশাপাশি বেশি মালপত্র বহন করলে দিতে হবে আরও টাকা।
দেশে বেশি দূরত্বের ভ্রমণের জন্য রেলওয়ে সবসময়ই মানুষের বিশেষ পছন্দ। এর কারণ যাত্রীরা ফ্লাইটের থেকে ট্রেনে বেশি লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারেন।
নিয়ম অনুসারে, ট্রেনে ভ্রমণের সময় লাগেজ বহন করার একটি সীমা আছে, তা সত্ত্বেও অনেক যাত্রী ট্রেনে খুব বেশি লাগেজ নিয়ে যাতায়াত করেন, যা অন্যান্য যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।
রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীরা ট্রেনে ভ্রমণের সময় মাত্র 40 থেকে 70 কেজি লাগেজ বহন করতে পারেন।
যদি কেউ এর থেকে বেশি লাগেজ ভ্রমণ করেন, তাহলে তাঁকে আলাদা ভাড়া দিতে হবে। রেলের কোচ অনুযায়ী যাত্রীদের লাগেজ নেওয়ার আলাদা নিয়ম রয়েছে।
রেলওয়ের মতে, স্লিপার ক্লাসে যাত্রীরা 40 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন। পাশাপাশি এসি-টিয়ার পর্যন্ত 50 কেজি লাগেজ বহন করার ছাড় রয়েছে।
যেখানে প্রথম শ্রেণির এসিতে যাত্রীরা 70 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -