RBI On Inflation: রেপো রেট ৫০ পয়েন্ট বেড়ে হল ৪.৯ শতাংশ, ফের বাড়বে EMI?
ফের বাড়বে EMI?
1/10
আয়ের পাল্লায় ওজন বাড়ছে না। কিন্তু, মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে, খরচের বোঝাটা ক্রমশ ভারী হয়েই চলেছে।
2/10
৪ মে রেপো রেট ৪০ পয়েন্ট বেড়ে হয়েছিল ৪.৪ শতাংশ। ৮ জুন ফের ৫০ পয়েন্ট বেড়ে রেপো রেট হল ৪.৯ শতাংশ।
3/10
রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়।
4/10
এবার একমাসের মাথায় রিজার্ভ ব্যাঙ্ক ফের রেপো রেট বাড়ানোয় জোরাল হল বাড়ি-গাড়ির ঋণে EMI বাড়ার আশঙ্কা।
5/10
রেপো রেট বাড়লেই, ব্যাঙ্কও সাধারণত বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়ায়। আর তেমনটা হলেই বেড়ে যায় EMI।
6/10
দেশের আর্থিক নীতি নির্ধারণের বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, চলতি অর্থবর্ষে আরও বাড়তে পারে মূদ্রাস্ফীতির হার। যে কারণে আরবিআই 2022-23 সালে মূদ্রাস্ফীতির হারের পূর্বাভাস বৃদ্ধি করেছে। আগে চলতি অর্থবর্ষে মূদ্রাস্ফীতির পূর্বাভাস 5.7 শতাংশ থেকে বাড়িয়ে 6.7 শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ RBI মুল্যবৃদ্ধির হার 1 শতাংশ বৃদ্ধি করেছে।
7/10
৪ মে রেপো রেট ০.৪০% বাড়িয়েছিল। ফলে সারা মাসে EMI ৩ থেকে ৪ বার বেড়েছিল। আজ ফের রেপো রেট ০.৫০% বাড়ানো হল।
8/10
আগে থেকেই ঋণের চাপে জর্জরিত মানুষ, আরও বেশি EMI’র ধাক্কা সামলাতে বাধ্য হবে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খালি পকেটের সঙ্গে ঋণও মহার্ঘ।
9/10
এমাসেই EPF-এ সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করেছে মোদি সরকার। যা গত ৪৩ বছরে সর্বনিম্ন!
10/10
মূল্যবৃদ্ধির এই চাপ বাড়তে বাড়তে কতদূর যাবে? মধ্যবিত্তের ঘাড়ে দুশ্চিন্তার বোঝা আরও কত ভারী হবে? একরাশ হতাশার সঙ্গে এই প্রশ্নই তুলছেন অনেকে।
Published at : 08 Jun 2022 02:57 PM (IST)