RBI On Inflation: রেপো রেট ৫০ পয়েন্ট বেড়ে হল ৪.৯ শতাংশ, ফের বাড়বে EMI?
আয়ের পাল্লায় ওজন বাড়ছে না। কিন্তু, মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে, খরচের বোঝাটা ক্রমশ ভারী হয়েই চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪ মে রেপো রেট ৪০ পয়েন্ট বেড়ে হয়েছিল ৪.৪ শতাংশ। ৮ জুন ফের ৫০ পয়েন্ট বেড়ে রেপো রেট হল ৪.৯ শতাংশ।
রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়।
এবার একমাসের মাথায় রিজার্ভ ব্যাঙ্ক ফের রেপো রেট বাড়ানোয় জোরাল হল বাড়ি-গাড়ির ঋণে EMI বাড়ার আশঙ্কা।
রেপো রেট বাড়লেই, ব্যাঙ্কও সাধারণত বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়ায়। আর তেমনটা হলেই বেড়ে যায় EMI।
দেশের আর্থিক নীতি নির্ধারণের বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, চলতি অর্থবর্ষে আরও বাড়তে পারে মূদ্রাস্ফীতির হার। যে কারণে আরবিআই 2022-23 সালে মূদ্রাস্ফীতির হারের পূর্বাভাস বৃদ্ধি করেছে। আগে চলতি অর্থবর্ষে মূদ্রাস্ফীতির পূর্বাভাস 5.7 শতাংশ থেকে বাড়িয়ে 6.7 শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ RBI মুল্যবৃদ্ধির হার 1 শতাংশ বৃদ্ধি করেছে।
৪ মে রেপো রেট ০.৪০% বাড়িয়েছিল। ফলে সারা মাসে EMI ৩ থেকে ৪ বার বেড়েছিল। আজ ফের রেপো রেট ০.৫০% বাড়ানো হল।
আগে থেকেই ঋণের চাপে জর্জরিত মানুষ, আরও বেশি EMI’র ধাক্কা সামলাতে বাধ্য হবে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খালি পকেটের সঙ্গে ঋণও মহার্ঘ।
এমাসেই EPF-এ সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করেছে মোদি সরকার। যা গত ৪৩ বছরে সর্বনিম্ন!
মূল্যবৃদ্ধির এই চাপ বাড়তে বাড়তে কতদূর যাবে? মধ্যবিত্তের ঘাড়ে দুশ্চিন্তার বোঝা আরও কত ভারী হবে? একরাশ হতাশার সঙ্গে এই প্রশ্নই তুলছেন অনেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -