ATM Fraud: খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট ! লেনদেনে মানছেন এই নিয়ম ?

Continues below advertisement

atm_fraud : এই নিয়ম না মানলে ভুগবেন, উধাও হবে সব টাকা।

Continues below advertisement
1/8
Safe ATM Transaction Tips: জেট গতি যুগে আজকাল সবারই সময়ের অভাব। এরকম একটা পরিস্থিতিতে ব্যাঙ্কে গিয়ে   নগদ টাকা তোলার থেকে ডেবিট কার্ড(Debit Card) বা এটিএম কার্ড (ATM Card)ব্যবহার করেন বেশিরভাগ গ্রাহক।   (PC: Freepik)
Safe ATM Transaction Tips: জেট গতি যুগে আজকাল সবারই সময়ের অভাব। এরকম একটা পরিস্থিতিতে ব্যাঙ্কে গিয়ে নগদ টাকা তোলার থেকে ডেবিট কার্ড(Debit Card) বা এটিএম কার্ড (ATM Card)ব্যবহার করেন বেশিরভাগ গ্রাহক। (PC: Freepik)
Continues below advertisement
2/8
আজকাল বেড়েই চলেছে এটিএম জালিয়াতির (ATM Fraud)অভিযোগ। এটিএম-এ লেনদেনের সময় একটু নজর ঘোরালেই খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট।(PC: Freepik)
3/8
এরকম পরিস্থিতিতে এটিএম জালিয়াতি এড়াতে আপনি কিছু সহজ টিপস অবলম্বন করে আপনার অর্থ নিরাপদ রাখতে পারেন। সেই ক্ষ্ত্রে প্রতারণা এড়াতে আপনাকে কিছু স্বাস্থ্যকর অভ্যেস অবলম্বন করতে হবে।(PC: Freepik)
4/8
এটিএম-এ ঢুকলেই অপরিচিত কারও সাহায্য নেওয়া এড়িয়ে চলুন। প্রতারকরা আপনাকে সাহায্য করার নামে আপনার পিন ও প্রয়োজনীয় তথ্য নিয়ে নেয়। পরে আপনার অ্যাকাউন্টের সব টাকা হাতিয়ে নেয়। (PC: Freepik)
5/8
সব সময় আপনার সঙ্গে এটিএম-এ অচেনা কাউকে ঢুকতে দেবেন না। সর্বদা আপনার পিনটি লোকচক্ষুর আড়ালে রাখুন। পিন দেওয়ার সময় একহাত দিয়ে তা গার্ড করুন।(PC: Freepik)
6/8
যেকোনও নির্জন জায়গায় এটিএম ব্যবহার এড়িয়ে চলুন। এই ধরনের এটিএম-এ প্রতারক স্কিমার নামের একটি ডিভাইস বসিয়ে রাখে। আপনার অজান্তেই সেই স্কিমারের মাধ্যমে অ্যাকাউন্টের সব ডেটা চলে যায় জালিয়াতদের স্টোরেজে। পরবর্তীকালে এই তথ্য দিয়ে আপনার টাকা তুলে নেয় প্রতারকরা। তাই জনবহুল জায়গায় এটিএম ব্যবহার করার চেষ্টা করুন।(PC: Freepik)
7/8
আপনার কার্ডের OTP, CVV নম্বর বা অন্য কোনও তথ্য অজানা কলার বা অন্য কোনও ব্যক্তিকে জানাবেন না।(PC: Freepik)
8/8
এর পাশাপাশি, আপনি সময়ে সময়ে আপনার এটিএম কার্ডের পিন পরিবর্তন করতে থাকুন। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকে। এর সাথে আপনার সবসময় কার্ড আপগ্রেড করা উচিত। ভাল Security Feature সহ কার্ড ব্যবহার করুন। সেই ক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
Sponsored Links by Taboola