স্টেট ব্যাঙ্কের এই দুটি স্কিম দেবে আরও বেশি লাভ, শীঘ্রই শেষ হবে সময়সীমা

Continues below advertisement

SBI

Continues below advertisement
1/11
হাতে রয়েছে আর মাত্র কিছুদিন। স্টেট ব্যাঙ্কের ভাল স্কিমে বিনিয়োগ করতে চাইলে এটাই সময়। কারণ চলতি মাসেই বিনিয়োগ সময়সীমা শেষ হচ্ছে এই দুই স্কিমে।
হাতে রয়েছে আর মাত্র কিছুদিন। স্টেট ব্যাঙ্কের ভাল স্কিমে বিনিয়োগ করতে চাইলে এটাই সময়। কারণ চলতি মাসেই বিনিয়োগ সময়সীমা শেষ হচ্ছে এই দুই স্কিমে।
2/11
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায়ই তার গ্রাহকদের জন্য ভাল স্কিম চালু করে। SBI-এর দুটি স্কিমে টাকা বিনিয়োগ করার সুযোগ এখনও পাবেন গ্রাহক। সাধারণ ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি সুদ পাবেন এখানে।
3/11
এই দুটি স্কিম হল SBI অমৃত কলশ এবং SBI 'Vcare' যা বিনিয়োগের শেষ তারিখ 30 জুন রেখেছে ব্যাঙ্ক। জেনে নিন এগুলির কী কী সুবিধা দেবে আপনাকে।
4/11
SBI-এর এই Vcare স্কিম প্রবীণ নাগরিকদের জন্য। এখানে 5 বছর বা তার বেশি FD-তে 0.50 শতাংশ অতিরিক্ত সুদ পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা। প্রবীণ নাগরিকরা ইতিমধ্যেই সাধারণ গ্রাহকদের তুলনায় 0.50 শতাংশ অতিরিক্ত সুদ পাচ্ছেন, তাই Vcare-এ তারা সম্পূর্ণ 1 শতাংশ অতিরিক্ত সুবিধা পাবেন।
5/11
এই স্কিমটি শুধুমাত্র 30 জুন পর্যন্ত চলবে, তাই আপনি যদি এতে বিনিয়োগ করতে চান, তবে আপনার কাছে মাত্র 12 দিন বাকি আছে। একটা কথা মনে রাখবেন, ম্যাচিউরিটির আগে উইথড্র করলে বাড়তি সুদ পাবেন না এখানে।
Continues below advertisement
6/11
FD এর সুদের হার - (Vcare এর সুদ সহ) 5 থেকে 10 বছরের FD হোল্ডাররা SBI-তে 6.50 শতাংশ সুদ পাচ্ছেন, কিন্তু সিনিয়র নাগরিকরা Vcare স্কিমের অধীনে 7.50 শতাংশ সুদ পাচ্ছেন, অর্থাৎ সম্পূর্ণ এক শতাংশ সুবিধা।
7/11
SBI-এর অমৃত কলশ স্কিম হল একটি ফিক্সড ডিপোজিট অর্থাৎ FD স্কিম যাতে প্রবীণ নাগরিকরা 7.60 শতাংশ সুদ পাবেন এবং সাধারণ মানুষ 7.10 শতাংশ পাবেন৷ আপনি সর্বোচ্চ 400 দিনের জন্য এটিতে বিনিয়োগ করতে পারেন।
8/11
১ SBI অমৃত কলস হল একটি বিশেষ খুচর মেয়াদি আমানত যার সর্বোচ্চ FD 2 কোটি টাকা। ২ প্রবীণ নাগরিকরা 7.60 শতাংশ এবং সাধারণ মানুষ 7.10 শতাংশ সুদের হার পাবেন।
9/11
image 5
10/11
৩ এর সুদ প্রতি মাসে, প্রতি ত্রৈমাসিক বা প্রতি অর্ধ বছরে পরিশোধ করা যেতে পারে। ৪ আপনি আপনার সুবিধা অনুযায়ী সুদ পরিশোধের তারিখ নির্ধারণ করতে পারেন।
11/11
৫ ব্যাঙ্কের শাখায় যাওয়ার পাশাপাশি, আপনি নেটব্যাঙ্কিং বা SBI Yono অ্যাপের মাধ্যমেও বিনিয়োগ করতে পারেন। ৬ আপনি অমৃত কলস-এ সাধারণ FD-এর মতো ঋণও নিতে পারেন।
Sponsored Links by Taboola