Fixed Deposit Scheme : যখন-তখন এটিএম থেকে তুলতে পারবেন FD-র টাকা, জেনে নিন কী এই স্কিম
State Bank Of India: শুনলে অবাক হবেন ! এবার থেকে ব্যাঙ্কের স্থায়ী আামনতের (FIxed Deposit)টাকা তুলতে পারবেন ATM থেকে। সম্প্রতি এমনই এক ফিক্সড ডিপোজিট (FD Scheme) স্কিম এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSBI fixed deposit scheme: স্কিমের নাম কী ? বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের একাধিক যোজনা থাকলেও এখনও জনপ্রিয়তার নিরিখে এগিয়ে ফিক্সড ডিপোজিট স্কিম। বিশে, করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI দিচ্ছে ফিক্সড ডিপোজিট (FIxed Deposit) স্কিমের বহু সুযোগ। যেখানে মেয়াদকালের ওপর নির্ভর করছে আপনার সুদের হার।
সম্প্রতি গ্রাহকদের জন্য একেবারে অনন্য স্কিম নিয়ে এসেছে কোম্পানি। SBI Multi Option Deposit(MOD) scheme-এ ফিক্সড ডিপোজিটের টাকা তোলা যাবে যখন তখন। এটিএম থেকে এই টাকা তুলতে পারবেন গ্রাহক। জেনে নিন কী এই স্কিম।
SBI New Scheme: কত টাকা জমা দিতে হবে ? স্টেট ব্যাঙ্কে এই স্কিম খুলতে গেলে ন্যূনতম ১০,০০০ টাকা দিতে হবে আপনাকে। পরবর্তীকালে ১০০০ টাকার গুনিতকে জমা দিতে হবে নগদ। এই বিষয়ে বিশদে জানতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় যোগাযাগ করতে পারেন বিনিয়োগকারী। বিশেষ স্কিম হলেও ফিক্সড ডিপোজিটে সুদের হারের সঙ্গে কোনও পার্থক্য নেই এই স্কিমের। এমনকী যতখুশি টাকা জমা রাখতেপারেন আপনি। সেই ক্ষেত্রে সর্বোচ্চ জমার পরিমাণের কোনও সীমা নেই।
SBI Update: এই স্কিমের সবচেয়ে ভালো দিক হল, আপনি এটিএম থেকে আপনার বিনিয়োগের অর্থ তুলতে পারবেন। এই বৈশিষ্ট্যটি কেবল মাল্টি অপশন ডিপোজিট (MOD) স্কিমেই পাবেন। যা এই স্কিমকে সরকারি ও বেসরকারি অন্যান্য ফিক্সড ডিপোজিট স্কিমগুলির থেকে অনেকটাই এগিয়ে রাখে। এই স্কিমের মাধ্যেম বিনিয়োগকারীরা তাদের FD অ্যাকাউন্টগুলি না ভেঙে অগ্রিম টাকা নিতে পারবে।
বিনিয়োগকারীরা চাইলে মেয়াদপূর্তির আগেই টাকা পাওয়ার জন্য FD অ্যাকাউন্ট ভেঙে দিতে পারে।বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ব্যাঙ্ক বিনিয়োগকারীদের মোবাইল অ্যাপ ব্যবহার করে বাড়ি থেকেই এফডি ভাঙার সুযোগ দিচ্ছে।পরে এই স্কিমের মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহক। এই বিষয়ে বিশদে জানতে গ্রাহকদের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -