SBI New Facility: কোথাও যেতে হবে না ! ঘরে বসেই পান ৩৫ লক্ষ
Money
1/9
দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের সুবিধার্থে একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে।এর মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই ৩৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। জেনে নিন বিস্তারিত।
2/9
ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের এই যুগে ব্যাঙ্কিং ব্যবস্থা আরও বেশি করে অনলাইন করা হচ্ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য ঘরে বসে ব্যক্তিগত ঋণ (Personal Loan) পাওয়ার সুবিধাও শুরু করেছে SBI।
3/9
এর নাম 'রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট'।এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা কয়েকটি সহজ ধাপ অতিক্রম করলেই ৩৫ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে পারেন।
4/9
আপনি স্টেট ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ অর্থাৎ YONO অ্যাপের মাধ্যমে এই রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট সুবিধা পেতে পারেন।
5/9
মনে রাখবেন, প্রতিটি গ্রাহক SBI-এর এই সুবিধার সুবিধা নিতে পারবেন না। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী ও প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা এই সুবিধা নিতে পারবেন।
6/9
স্টেট ব্যাঙ্কের এই সুবিধা নিতে আপনাকে আয়ের শংসাপত্র, আইটিআই ফর্ম, প্যান কার্ড, আধার কার্ডের মতো আপনার সব নথি জমা দিতে হবে। পরে এই নথি যাচাইয়ের পরই আপনি স্টেট ব্যাঙ্কের ঋণ পাবেন। তবে ঋণ দেওয়ার আগে আপনার CIBIL স্কোরও পরীক্ষা করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
7/9
'রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট'-এর মাধ্যমে আপনি পুরো ৩৫ লাখ টাকার সুবিধা পাবেন। এতে আপনি অনলাইনে ঋণের জন্য আবেদন করতে পারেন।
8/9
এর সঙ্গে নথি যাচাইকরণ ও ঋণ অনুমোদনের প্রক্রিয়াও YONO অ্যাপের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হয়।
9/9
এই সম্পর্কে আরও তথ্য পেতে আপনি এসবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।
Published at : 19 Jul 2022 06:19 PM (IST)