Personal Loan: SBI থেকে ৫ লাখের পার্সোনাল লোন নেবেন ? কত সুদ দিতে হবে ?
যে কোনও ব্যাঙ্কেই ঋণের জন্য তিন ধরনের মূল ক্যাটাগরি থাকে- ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন, হোম লোন আর বিজনেস লোন। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকেক লোনের ক্ষেত্রে সুদের হারও একেকরকম হয়ে থাকে। আবার একেক ব্যাঙ্কে গেলে একেক রকম সুদের হার থাকে।
পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি দেখে নেওয়া উচিত যে কোন ব্যাঙ্কে কম সুদে ঋণ পাওয়া যাচ্ছে।
হোম লোন বা বিজনেস লোনের মত পার্সোনাল লোনে কোনও কো-ল্যাটারাল লাগে না। এটা একটা বড় সুবিধে।
SBI-তে পার্সোনাল লোন নিতে চাইলে আপনাকে ১১.২৫ শতাংশ থেকে ১৫.৪ শতাংশ পর্যন্ত সুদ দিতে হবে আপনাকে।
তবে পার্সোনাল লোনের সুদ ছাড়াও ব্যাঙ্ককে প্রসেসিং ফি হিসেবেও এক লপ্তে কিছু টাকা জমা দিতে হয়।
SBI-এর পার্সোনাল লোনে এই প্রসেসিং ফি হল ১.৫ শতাংশ। অর্থাৎ তা সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত। ছবি- পিটিআই
কোনও ব্যক্তি যদি ৫ লাখের ঋণ নেন ৫ বছরের জন্য তাহলে তাঁকে সেই ঋণে সুদ বাবদ সর্বনিম্ন ১০,৯৩৪ টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা দিতে হবে।
ঋণ শোধ করার সময় কমলে এই সুদের টাকার অঙ্কও কমে যাবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে সময়ে ঋণ শোধ করা জরুরি
পার্সোনাল লোনে অন্যান্য সমস্ত লোনের থেকে তুলনায় সুদের হার অনেক বেশি থাকে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও একই নিয়ম অনেকক্ষেত্রে প্রযোজ্য হয়। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -