Instant Loan App: ভুয়ো লোন অ্যাপে খালি হচ্ছে অ্য়াকাউন্ট, আপনি ভুল করেননি তো ?
ভুয়ো লোন অ্যাপ থেকেই খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে প্রতারকদের ফাঁদে পা দিতে পারেন আপনি। গ্রাহকদের সতর্ক করতে তাই বার্তা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশে জালিয়াতির পরিসংখ্যান বলছে, সাইবার প্রতারকরা প্রতারণার জন্য নতুন পদ্ধতি অবলম্বন করছে। এখন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করছে প্রতারকরা। সেই কারণেই গ্রাহকদের 'সাইবার ফ্রড সেভিং টিপস' দিচ্ছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক।
ব্যাঙ্কের তরফে সতর্কীকরণের পাশাপাশি প্রতারিত হলে কোথায় অভিযোগ করতে হবে সে বিষয়েও জানানো হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, যেকোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না,এই ধরনের লিঙ্কে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। পাশাপাশি কোনও ব্যাঙ্ক বা আর্থিক সংস্থার নামে অজানা নম্বর থেকে পাঠানো বার্তায় ক্লিক করা করবেন না।
ব্যাঙ্কের পরামর্শ, যদি এই ধরনের কোনও জালিয়াতির তথ্য পাওয়া যায়, তাহলে অবিলম্বে সরকারি ওয়েবসাইট cybercrime.gov.in-এ রিপোর্ট করুন।
Instant Loan App Fraud: এই ৬টি উপায়ে সাইবার জালিয়াতি থেকে বাঁচতে পারবে আপনি। নিচে দেওয়া হল সেই তথ্য।
1.ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করার আগে এটি যাচাই করে নিন। 2. কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
3. অননুমোদিত অ্যাপ ব্যবহার করবেন না, এই অ্যাপগুলিকে আপনার তথ্য় দেবেন না। 4. ব্যক্তিগত ডেটা চুরি থেকে রক্ষা করতে অ্যাপের অনুমতি সেটিংস চেক করুন।
5. কোনও সন্দেহজনক ঋণ দেওয়ার অ্যাপ সম্পর্কে আপনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করতে পারেন। 6. এই ধরনের অ্যাপ যাচাই করার আগে আর্থিক তথ্য পরীক্ষা করে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -