Bike Insurance Tips: আপনার দু'চাকার বিমা করাবেন? কোন দিকে খেয়াল রাখতেই হবে?
রাস্তায় গাড়ি নামালেই করাতে হয় বিমা। বাইকের ক্ষেত্রেও নিয়ম একইরকম। কোনওরকম দুর্ঘটনা, চুরির ক্ষতি থেকে বাঁচতে কার্যকরী বিমা। শুধু বাইকের ক্ষতি বা চালক-আরোহীর ক্ষতিই নয়। থার্ড-পার্টি দায়ও নেয় বিমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতে ১৯৮৮-এর মোটর ভেহিক্যাল আইন অনুযায়ী যে কোনও মোটরচালিত গাড়িরই থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক।
ফলে বাইকের জন্য কম্প্রিহেনসিভ ইনস্যুরেন্স অর্থাৎ এমন বিমা নেওয়া উচিত যা Third Party এবং Own Damage- দুটোই কভার করে।
নতুন করে বিমা কেনার (Insurance Renewal) সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো কী কী?
এখন যে বিমা রয়েছে তা খুঁটিয়ে দেখতে হবে। সেই বিমা যাবতীয় প্রয়োজন মেটাচ্ছে কি না তা দেখতে হবে। বিমায় যা অ্যাড-অন রয়েছে তা কতটা প্রয়োজনীয় কিংবা কোনও ঘাটতি আছে কিনা তা দেখে নিন। তা বুঝেই বিমা সংস্থা পাল্টাতে পারেন বা অন্য বিমা প্যাকেজ নিতে পারেন।
No Claim Bonus রয়েছে কিনা দেখুন। আগের বিমায় কোনও ক্লেইম বা দাবি না থাকলে এবার বিমা করানোর সময় একটি ছাড় মেলার কথা। সেগুলি ঠিক রয়েছে কিনা দেখতে হবে বিমা বাছাইয়ের সময়।
বিমায় Insured Declared Value- চেক করা প্রয়োজন। অর্থাৎ প্রয়োজনে বিমা সংস্থা সর্বোচ্চ কত টাকা দেবে। সেই মূল্য খতিয়ে দেখবেন।
বিমা সংস্থার রেটিং চেক করে নেবেন। কত দ্রুত টাকা মেটায় সংস্থা। সেই টাকা মেটানোর হার কত। সবকিছুই খেয়াল রাখলে ভাল হয়।
কোনও বিমা চালু থাকলে সেটা শেষের আগে বিমা রিনিউ করতে হবে। বিমা ল্যাপস যেন না হয়।
এখন বাইকের বা গাড়ির ক্ষেত্রে অনলাইনে বিমা করানো যায়। অফলাইন পদ্ধতির তুলনায় অনেকক্ষেত্রেই সহজ ও অ্যাপ নির্ভর কাজ হয়। সব ছবি: Pexels
- - - - - - - - - Advertisement - - - - - - - - -