Lakshmi Bhandar: মাসে মাসে ৫০০ টাকা! সরকারি এই প্রকল্পে নাম লেখাবেন কীভাবে?
প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা। মহিলাদের জন্য বিশেষ এই প্রকল্পের কথা বারবার বলেছেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দানের কথা ভেবেই এই প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের তরফ থেকে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার নামের এই প্রকল্প। রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রকল্প এটি।
২৫ থেকে ৬০ বছর বয়সী, এই রাজ্যের বাসিন্দা যে কোনও পরিবারের মহিলা সদস্য এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তফসিলি জাতি বা জনজাতি পরিবারের মহিলা মাসিক ১০০০ টাকা এবং তফসিলি জাতি বা তফসিলি জনজাতি ভিন্ন অন্য পরিবারের মহিলা সদস্য মাসে ৫০০ টাকা করে ভাতা পাবেন।
তবে কোনও সরকারি/ সরকারি নিয়ন্ত্রাধীন সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত. পৌরনিগম/পুরসভা/ স্থানীয় স্বশাসিত সংস্থা/ সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনও চাকুরি থেকে মাসিক উপার্জন করেন এমন কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না।
আবেদন করতে লাগবে স্বাস্থ্যসাথী কার্ডের-স্বপ্রত্য়য়িত ফটোকপি বা সেলফ অ্যাটেস্টেড কপি, আধার কার্ডের স্বপ্রত্য়য়িত ফটোকপি বা সেলফ অ্যাটেস্টেড কপি, তফসিলি জাতি বা তফসিলি জনজাতি শংসাপত্র-এর স্বপ্রত্য়য়িত ফটোকপি বা সেলফ অ্যাটেস্টেড কপি
এছাড়াও ব্য়াঙ্ক অ্যাকাউন্ট কেবলমাত্র আবেদনকারীর নামে হতে হবে, ব্যাঙ্কের পাসবইয়ে অ্যাকাউন্ট নম্বর, ব্য়াঙ্কের ঠিকানা, IFSC কোড এবং MICR কোড-সহ বাকি দরকারি তথ্য় রয়েছে যে পৃষ্ঠায় সেই পাতার স্বপ্রত্য়য়িত ফটোকপি, আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো
এছাড়াও ঠিকমতো সই করে আবেদনকারীকে একটি ঘোষণাপত্র দিতে হবে--সেখানে কী কী থাকবে? যে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তিনি কোনও সরকারি/ সরকারি নিয়ন্ত্রাধীন সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত, পৌরনিগম/পুরসভা/ স্থানীয় স্বশাসিত সংস্থা/ সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে চাকরি করে মাসিক উপার্জন করেন না, আবেদনপত্রে দাখিল করে সব তথ্য সত্য
এই প্রকল্পের বিষয়ে বিশদে জানা যাবে wbcdwdsw.gov.in এই ওয়েবসাইটে। এখানে ফর্মও পাওয়া যাবে।
চলতি বছরের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি ঘোষণা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ৬০ বছর বয়স হলেই সরাসরি ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -