Golden Play Button: গোল্ডেন প্লে বাটন পাওয়ায় ইউটিউবাররা কত টাকার আর্থিক পুরস্কার পান? জেনে নিন বিস্তারিত

Youtube Content Creator: ইউটিউব কনটেন্ট ক্রিয়েটারদের ১০ লাখ সাবস্ক্রাইবার হলে গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়।

Continues below advertisement

আজকের ডিজিটাল যুগে ইউটিউব কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং লক্ষ লক্ষ মানুষের জন্য কর্মজীবন এবং আয়ের একটি বড় উৎস হয়ে উঠেছে।

Continues below advertisement
1/8
ইউটিউব তার ক্রিয়েটরদের সাবস্ক্রাইবার মাইলফলক পূরণ হলে ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেয়। এর মধ্যে, এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলে সিলভার প্লে বাটন, ১০ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলে গোল্ডেন প্লে বাটন, এক কোটি সাবস্ক্রাইবার পূর্ণ হলে ডায়মন্ড প্লে বাটন এবং ৫ কোটি সাবস্ক্রাইবার পূর্ণ হলে কাস্টম প্লে বাটন দেওয়া হয়।
2/8
কিন্তু এই প্লে বাটনগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবাররা কী কোনওরকম টাকা পান? উত্তর না।
3/8
ইউটিউব গোল্ডেন প্লে বোতামের সঙ্গে ক্রিয়েটরকে কোনো টাকা দেয় না, কিন্তু ক্রিয়েটরের চ্যানেলের জনপ্রিয়তা বাড়ার কারণে ভিডিওতে ভিউ বাড়ে। বিজ্ঞাপন থেকে আয় বাড়ে এবং স্পনসরশিপের সুযোগও বাড়ে, তাই আয়ের উপর এর প্রভাব পড়ে।
4/8
ক্রিয়েটাররা ইউটিউব থেকে তখনই উপার্জন করতে পারে যখন সে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেয়। সাধারণত ইউটিউব বিজ্ঞাপনদাতারা ১০০০ ভিউয়ের জন্য ২ ডলার প্রদান করে। এছাড়াও, চ্যানেলের ভিডিওগুলিতে ভালো ভিউ এলে উপার্জন দ্রুত বৃদ্ধি পায়।
5/8
যদি কারও চ্যানেলে প্রায় ১০ লাখ সাবস্ক্রাইবার থাকে অর্থাৎ গোল্ডেন বাটন থাকে এবং ভিডিও নিয়মিতভাবে ভালো ভিউ আনছে বলে দেখা যায়, তাহলে তার বার্ষিক আয় প্রায় ৪০ লাখ পর্যন্ত পৌঁছতে পারে।
Continues below advertisement
6/8
এছাড়াও, অনেক কোম্পানি ডাইরেক্ট স্পনসরশিপ ও প্রোমোশনের জন্য ক্রিয়েটরদের সঙ্গে যোগাযোগ করে, যার ফলে আরও বেশি আয় হয়।
7/8
প্রতিটি চ্যানেলের আয় ভিডিওর ভিউ, কন্টেন্টের বিভাগ, বিজ্ঞাপনের ধরন, দর্শকদের দেশ এবং ব্র্যান্ডেড কন্টেন্ট ও ডিলের উপর নির্ভর করে।
8/8
ভারতে ইউটিউব থেকে উপার্জিত অর্থের উপর কিন্তু আয়করও প্রযোজ্য। এখানে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করলে কোনো কর দিতে হয় না। তবে এখানে আড়াই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করলে ৫ শতাংশ কর, পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত আয় করলে ২০ শতাংশ কর এবং দশ লাখ টাকার বেশি আয় করলে ৩০ শতাংশ কর দিতে হয়।
Sponsored Links by Taboola