জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে অবশ্যই জানুন এই বিষয়গুলি

Bank News: জিরো ব্য়ালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনারও অবশ্যই জানা উচিত এই বিষয়গুলি। অন্যথায় আর্থিক পরিকল্পনায় ভুল হতে পারে। না জেনেই বড় তহবিলের আশা করতে পারেন আপনি।

Money

1/10
জিরো ব্য়ালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনারও অবশ্যই জানা উচিত এই বিষয়গুলি। অন্যথায় আর্থিক পরিকল্পনায় ভুল হতে পারে।
2/10
না জেনেই বড় তহবিলের আশা করতে পারেন আপনি। জেনে নিন, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সীমাবদ্ধতা।
3/10
জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে কোনও সমস্যা নেই। আপনি এক টাকা ছাড়াও অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন।
4/10
এই অ্যাকাউন্টে গ্রাহকরা নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা পান। যার মাধ্যমে তারা সহজেই অর্থ লেনদেন করতে পারেন। এছাড়াও আপনি এই অ্যাকাউন্টে এটিএম (ডেবিট কার্ড), মোবাইল ব্যাঙ্কিং, পাসবুক, ই-পাসবুক ইত্যাদির মতো অনেক সুবিধা পাবেন।
5/10
এই অ্যাকাউন্টে সর্বাধিক ১ লক্ষ টাকা জমা করা যেতে পারে। ১ লক্ষের বেশি জমা হলে এই অ্যাকাউন্টটিকে একটি রেগুলার বা সাধারণ সঞ্চয় অ্যাকাউন্টে বদলে নিতে হবে।
6/10
লেনদেনের সীমা অতিক্রম হয়ে গেলে অ্যাকাউন্টটি একটি রেগুলার বা সাধারণ সেভিংস অ্যাকাউন্টে বদলে যায়। এই অ্যাকাউন্টে, আপনি FD, RD, ক্রেডিট কার্ড ও ডিম্যাট অ্যাকাউন্টের মতো বিকল্পগুলি পাবেন না।
7/10
আপনি যেকোনও ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এর পাশাপাশি শূন্য সেভিংস অ্যাকাউন্টও খোলা যাবে অনলাইন মাধ্যমে। আপনি এটি খুলতে ভিডিও কলিংয়ের মাধ্যমে KYC করাতে পারেন।
8/10
যে ব্যাঙ্কে আপনি জিরো সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, সেই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।
9/10
এর পরে আপনাকে অ্যাকাউন্ট খোলার উপর ক্লিক করতে হবে।
10/10
এর পরে আপনি বিবরণ পূরণ করে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য আপনার আধার ও প্যান কার্ড লাগবে।
Sponsored Links by Taboola