লক্ষ্মীর বাহন হাতি! বাঁকুড়ার গ্রামে অভিনব কারণে পূজিত হন দেবী 'গজলক্ষী'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2020 03:58 PM (IST)
1
জঙ্গল লাগোয়া গ্রাম রামকানালী। হাতির উপদ্রবের কারণে গ্রামের মানুষ মাঠের ফসল ঘরে তুলতে হিমশিম খেতো। সেজন্যই এখানে দেবী লক্ষী গজলক্ষী রূপে পূজিতা।
2
তাদের ঠেকাতে এদিন মায়ের কাছে প্রার্থনা করছেন গ্রামবাসীরা।
3
বর্তমানে বেলিয়াতোড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৪০টি হাতির একটি দল।
4
এখানে দেবীর বাহন পেঁচা নয়, গজরাজ। করোনা আবহে এবার পুজো হচ্ছে।
5
জঙ্গলমহলে হাতির উপদ্রব নতুন নয়। গজরাজের তাণ্ডব ঠেকাতে ও মাঠের ফসল বাঁচাতে প্রায় ১০০ বছর আগে রামকানালি গ্রামে গজলক্ষ্মীর পুজো শুরু করেন কৃষকরা।
6
লক্ষ্মীপুজোর দিন বাঁকুড়ার বেলিয়াতোড়ের রামকানালি গ্রামে গজলক্ষ্মীর আরাধনা। হাতির আক্রমণ থেকে ফসল বাঁচাতেই এই পুজো শুরু হয় বলে গ্রামবাসীদের দাবি।