বেঙ্গল সাফারিতে তিন সদ্যোজাতের সঙ্গে খেলা করছে বাঘিনী শিলা, দেখুন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Aug 2020 06:37 PM (IST)
1
বছর তিনেক আগেও বাঘিনী শিলা তিনটি সন্তানের জন্ম দেয়। খোদ মুখ্যমন্ত্রী তাদের নাম রেখেছিলেন-কিকা, ইকা আর রিকা। তবে অসুস্থতার কারণে একটি শাবক মারা যায়।
2
তবে, শিলার এই তিন শাবক চাঙ্গা রয়েছে বলে বেঙ্গল সফরির তরফে জানানো হয়েছে।
3
গত ১২ তারিখ দার্জিলিঙের শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে তিনটি সন্তানের জন্ম দেয় বাঘিনী। এর ফলে এখান, বেঙ্গল সাফারিতে রয়াল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হয়েছে সাত।
4
৮ দিন আগে ৩ শাবকের জন্ম দেয় শিলিগুড়ির বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগার শিলা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ রয়েছে ৩ শাবক। সন্তানদের নিয়েই আনন্দে মেতে রয়েছে শিলা।
5
সুস্থ রয়েছে বাঘিনী শিলাও। দিনভর সন্তানদের নিয়ে মেতে রয়েছে সে।