Celebrities Protest Photos 'কোনও অপরাধের শাস্তি ফাঁসি হতে পারে, কিন্তু ধর্ষণ কেন? প্রয়োজনে ঝাঁটা-বঁটি হাতে তাড়া করব' প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি দেবলীনা, নুসরত, সায়নীদের
অভিনেত্রী ও তৃণমূল সংসদ নুসরত জাহান বলেন,‘‘বাংলার মেয়েদের ধর্ষণ করবে! কার এত ক্ষমতা আছে! সামনে আসুক। সবাইকে দেখে নেব। দরকার পড়লে ঝাঁটা বা বঁটি হাতে তাড়া করব।’
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগান থেকে সায়নী-দেবলীনাকে হুমকি দেওয়ার অভিযোগে একজোট হলেন বিশিষ্টজনেরা। একমঞ্চে প্রতিবাদ জানালেন জয় গোস্বামী-শুভাপ্রসন্ন, কৌশিক সেন, গৌতম ঘোষরা। সামিল হলেন নুসরত জাহান, তনুশ্রী চক্রবর্তী, রাজ চক্রবর্তীরাও। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই, মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে ওঠা মাত্র, জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে বিতর্ক দানা বেধেছে।
অভিনেত্রী সায়নী ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রীকে অপমান, রামের নামে মস্করা! হুমকি দিয়ে লাভ হবে না। রাম আপনাদের একার মনোপলি নয়, আমাদেরও হিরো। গর্বের সঙ্গে বলুন জয় হিন্দ, জয় বাংলা'
অভিনেত্রী সায়নী ঘোষের টুইটার হ্যান্ডলে ২০১৫ সালে শেয়ার করা একটি গ্রাফিক্স পোস্টে আপত্তি জানিয়ে, থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা তথাগত রায়।
হুমকি-হুঁশিয়ারির মুখেও মাথা নত করতে নারাজ দেবলীনা-সায়নীরা। নিজের বক্তব্যে দেবলীনা বলেন, 'কোনও অপরাধের শাস্তি ফাঁসি হতে পারে, কিন্তু রেপ হবে কেন? ক্ষমতায় আসার আগে যদি এই হয়, তাহলে ক্ষমতায় এলে কি রেপ করবে? আমি ভিত নই, কারণ ভয় পাই না।'
পরিচালক গৌতম ঘোষ জানান, ''মুখ্যমন্ত্রীকে যেভাবে সরকারি অনুষ্ঠানে যেভাবে অপমান যারা করলেন, সেই দলের মানুষদের কী ভাল লাগছে?''
ধর্মতলার অনুষ্ঠানে আসতে না পারলেও, কট্টরপন্থীদের বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদকে সমর্থন জানান মাধবী মুখোপাধ্যায়, কবীর সুমন, রঞ্জিত মল্লিকরা।
বক্তব্য রাখতে গিয়ে কৌশিক সেন বলেন, ''শুধু দেবলীনা, সায়নী বা মুখ্যমন্ত্রী আক্রান্ত তাই নয়, আমরা সবাই আক্রান্ত। আমি তৃণমূলের সমর্থক নই, কিন্তু এই মুহূর্তে সেই সমস্যা মেটানোর সময় নয়, তৃণমূল আমার প্রধান শত্রু নয়, প্রধান শত্রু বিজেপি
একদিকে যখন দেবলীনা-সায়নীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, তখন পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।
পরোক্ষে হুঁশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবির। এই তিন ঘটনার প্রতিবাদে এবার একজোট হয়ে প্রতিবাদ জানালেন শিল্পী-কলাকুশলীরা।
এবিপি আনন্দর স্বরগরম অনুষ্ঠানে মন্তব্যের জেরে, অভিনেত্রী দেবলীনা দত্তকে খুন ও গণধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -