Bharat Bandh Update: বামেদের ডাকা ধর্মঘটে লোকালে পাথর, পথ আটকে লুডো, অশান্তি দফায় দফায়
শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শাখায় মগরাহাট ও হোটর স্টেশনের মাঝে রেললাইন অবরোধ। লক্ষ্মীকান্তপুর শাখায় দক্ষিণ বারাসাত ও মথুরাপুর স্টেশনের মাঝে অবরোধ করেন ধর্মঘটীরা। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণের সমস্ত শাখাতেই একসময় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগড়িয়ার বিভিন্ন জায়গায় ধমর্ঘটের সমর্থনে মিছিল। কামালগাজি মোড়ে সরকারি বাসের লুকিং বাস ভেঙে চালককে হুমকি ধমর্ঘটীদের। অটো দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় ধর্মঘটীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।
দুর্ভোগের মুখে পড়েন রেলযাত্রীরা।
হুগলি ও পাণ্ডুয়া স্টেশনে রেল অবরোধ। চণ্ডীতলা বাজারে যান চলাচল বন্ধ করে দেয় ধর্মঘটীরা। চুঁচুড়ায় ফেরি সার্ভিস বন্ধ। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে সকালে কোনও বাস বের হয়নি।
বারাসাত বাস স্ট্যান্ডে যাত্রীদের নামিয়ে সরকারি বাসে তালা লাগিয়ে দেন ধর্মঘটীরা। বাস মালিকদের সঙ্গে ধস্তাধস্তি হয়। বারাসাতে ধর্মঘটীদের গাঁধীগিরি। বাসে উঠে ফুল ও মাস্ক বিলি করলেন এসএফআই সমর্থকরা। আগরপাড়া স্টেশনে অবরোধ করায় ধর্মঘটীদের সঙ্গে বচসায় জড়ান যাত্রীরা।
মৌলালি মোড়: বেসরকারি বাস ও গাড়ি চোখে পড়ল বেশ কম।
বিশাল মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটেন অসংখ্য ধর্মঘটী।
যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে ধর্মঘটের সমর্থনে মিছিল। পরে যাদবপুর স্টেশনে রেললাইন অবরোধ করেন বাম-কংগ্রেস কর্মীরা। ট্রেন আটকে পড়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান ধর্মঘটীরা।
শিয়ালদা-কৃষ্ণনগর মেন শাখায় শ্যামনগর স্টেশনের কাছে ১০ মিনিট রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারীরা। মধ্যমগ্রাম স্টেশনের কাছে ডাউন বনগাঁ লোকাল লক্ষ্য করে ধর্মঘটীরা পাথর ছোড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
হাওড়ার ডোমজুড় স্টেশনে রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন বাম কর্মীরা। এর জেরে আটকে পড়ে ডাউন হাওড়া-আমতা লোকাল।
দাশনগরের শানপুরে বামেদের অভিনব প্রতিবাদ। হাওড়া-আমতা রোডে বসে পড়ে লুডো খেলতে শুরু করেন ধমর্ঘট সমর্থনকারীরা।
১৬টি শ্রমিক সংগঠনের ডাকে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন। নৈতিক সমর্থন রয়েছে তৃণমূলেরও। তবে বনধে সামিল হয়নি আরএসএস-এর শ্রমিক সংগঠন।
সকাল বেলা পরিস্থিতি এক্কেবারে স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অশান্তি ছড়ায় বাংলা জুড়ে। শহরের বিভিন্ন এলাকায় ধর্মঘটীরা বিক্ষোভ শুরু করে। বিভিন্ন জায়গায় শুরু হয় পথ অবরোধ।
সকাল ৭টা নাগাদ দমদম স্টেশনের কাছে দমদম রোড অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। নাগেরবাজার মোড়েও অবরোধ করেন বাম ও কংগ্রেস কর্মীরা।
স্বাভাবিক ছবি এয়ারপোর্টে
কোচবিহার বাস স্ট্যান্ড এলাকায় সকালে সিটু-র তরফে পিকেটিং করা হয়। পাশাপাশি, ধর্মঘটের বিরোধিতায় মিছিল করে আইএনটিটিইউসি।
কোচবিহার: সরকারি বাসে ঢিল ছুড়ে কাচ ভেঙে দেয় ধর্মঘট সমর্থনকারীরা। যাত্রী না থাকায় কেউ আহত হননি। কেশব রোডে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তা সরিয়ে দেয়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -