সোনম, দীপিকা, ক্যাটরিনা, রণবীরের জীবনে আলিয়ার আগেও এসেছিল একাধিক প্রেম
আজ রণবীর কপূরের ৩৮তম জন্মদিন। বর্তমানে তাঁর সঙ্গে আলিয়া ভট্টের প্রেমের কথা ইন্ডাস্ট্রিতে বহুচর্চিত। কিন্তু জানেন কী আলিয়া রণবীরের জীবনে আশা ষষ্ঠ নারীচরিত্র। এর আগেও রণবীরের জীবনে এসেছেন একাধিক নায়িকা।
রকস্টার ছবির নায়িকা নার্গিস ফরকির সঙ্গেও ডেট করেছিলেন রণবীর। পরে সেই সম্পর্ক ভেঙে যায়।
ক্যাটরিনা কইফের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক ছিল রণবীরের। কিন্তু শোনা যায়, কপূর পরিবারের পছন্দ ছিল না ক্যাটকে।
২০১৭ সালে মাহিরা খানের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। স্থায়ী হয়নি সেই সম্পর্কও।
ভবিষ্যৎ-এ ব্রহ্মাস্ত্র ছবিতে পর্দায় এখসঙ্গে দেখা যাবে আলিয়া-রণবীরকে।
আলিয়ার সঙ্গে রণবীরের পরিবারের সম্পর্কও খুব ভালো। নীতু থেকে ঋদ্ধিমা, সবাই ভালোবাসেন তাঁকে। ঋষি কপূরের অসুস্থতার সময় কপূর পরিবারের পাশে সবসময় ছিলেন আলিয়া।
বলিউডে একই ছবির হাত ধরে পা রেখেছিলেন রণবীর ও সোনম কপূর। সাঁওয়ারিয়া। বলিউডে রণবীরের প্রথম প্রেম তাঁর প্রথম ছবির নায়িকা সোনমই।
আলিয়ার পরেই ইন্ড্রাস্ট্রিতে বহুচর্চিত ছিল দীপিকা পাডুকোন ও রণবীর কপূরের প্রেম। তাঁদের সম্পর্ক ভেঙে যেওয়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন দীপিকা। প্রভাব পড়েছিল তাঁর কাজেও। একাধিকবার সেকথা স্বীকার ও করে নিয়েছেন দীপিকা। বর্তমানে অবশ্য তিনি রণবীর সিং-এর সুখী ঘরণী।