ছবিতে দেখুন-মোদি মুখোশ পরে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি বাঁকুড়ার বিজেপি কর্মীদের
২০২১-এ নবান্ন দখল বিজেপির এক ও একমাত্র লক্ষ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১১-য় রাজ্যে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপর কেটে গিয়েছে প্রায় ১টি দশক।
রাজ্যে মমতার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে বিজেপি।
এবার পালাবদলের পালাবদলের লক্ষ্যেই গেরুয়া শিবির তাদের সবকটি গণসংগঠনকে পথে নামিয়েছে।
আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবে দলের বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, মণিকা দত্তের নেতৃত্বে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উদয়ন পল্লীতে 'আর নয় অন্যায়' কর্মসূচি অনুষ্ঠিত হলো।
আর এই কর্মসূচিতে নেমে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাদের মুখ।
তালডাংরার উদয়ন পল্লীতে দলের এই প্রচারে প্রধানমন্ত্রীর মুখের মতো দেখতে মুখোশ পরে পথে নামলেন দলীয় কর্মীরা।
সামিল হন দলের সর্বস্তরের কর্মীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -