ছবিতে দেখুন-মোদি মুখোশ পরে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি বাঁকুড়ার বিজেপি কর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2020 04:16 PM (IST)
1
২০২১-এ নবান্ন দখল বিজেপির এক ও একমাত্র লক্ষ্য।
2
২০১১-য় রাজ্যে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
3
তারপর কেটে গিয়েছে প্রায় ১টি দশক।
4
রাজ্যে মমতার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে বিজেপি।
5
এবার পালাবদলের পালাবদলের লক্ষ্যেই গেরুয়া শিবির তাদের সবকটি গণসংগঠনকে পথে নামিয়েছে।
6
আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবে দলের বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, মণিকা দত্তের নেতৃত্বে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উদয়ন পল্লীতে 'আর নয় অন্যায়' কর্মসূচি অনুষ্ঠিত হলো।
7
আর এই কর্মসূচিতে নেমে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাদের মুখ।
8
তালডাংরার উদয়ন পল্লীতে দলের এই প্রচারে প্রধানমন্ত্রীর মুখের মতো দেখতে মুখোশ পরে পথে নামলেন দলীয় কর্মীরা।
9
সামিল হন দলের সর্বস্তরের কর্মীরা।